আমদানি (ইমপোর্ট) ব্যবসা করতে চাই। মূলধনের কোনো সমস্যা নেই। কোন পণ্য নিয়ে ব্যবসা করলে লাভ বেশি হবে?

1 Answers   12.2 K

Answered 2 years ago

ব‍্যবসা হল সঠিক যোগান দিয়ে চাহিদা পুরন ও প্রতিযোগিতায় টিকে ব‍্যবধান অর্থ লাভ করা।

তাহলে ইমপোর্ট করলে আপনাকে অনেক কটি বিষয় মাথায় নিয়ে কাজ করতে হয়।

  1. আপনার অঞ্চলে জিনিসটার চাহিদা কিরকম।
  2. সহজে ও কম মুল‍্যে আমদানী করতে পারবেন?
  3. দেশের আমদানী নীতি সম্মন্ধ‍্যে জ্ঞান।
  4. আমদানীর ট্রান্সপোর্টিং।
  5. ক্লিয়ারিং এজেন্ট বাছা।
  6. কাস্টম্স ক্লিয়ারিং সম্মন্ধ‍্যে জ্ঞান।
  7. পেমেন্ট ক্লিয়ারেন্স। এসব ভালোভাবে বুঝে শুরু করে দিতে কোন অসুবিধে নেই।
Imon Rana
imonrana
477 Points

Popular Questions