Answered 2 years ago
আবু জাহেলের আসল নাম অমর ইবনে হিশাম৷ উনি আবু জাহেল নামটি পান হযরত মুহাম্মদের কাছ থেকে।
কেনো তিনি এই নাম দেন?
অমর ইবনে হিশামকে আরবের লোকেরা বলতো আবুল হাকাম। এর অর্থ জ্ঞানের পিতা। তাকে অনেক জ্ঞানী লোক হিসেবে মান্য করতো আরব বাসী।
উনি ছিলেন নবীর জন্য ইসলাম প্রচারের বিপক্ষে বড় হূমকি। তিনি উনার জীবদ্দশায় ইসলামকে মানে নি এবং ইসলামে কেউ ধর্মান্তরিত হলে তিনি উপহাস করতো এবং বলতো, তোমরা কি বুঝো না মুহাম্মদ মিথ্যা বলছে?
নবীর সবচেয়ে বড় দুশমন ছিলেন তিনি। এরপরে ২য় বড় দুশমন ছিলেন উনার আপন চাচা আবু লাহাব। তারা দুজন স্বঘোষিত ইসলাম ও নবীর শত্রু ছিলো।
ইবনে হিশাম বা ওরফে আবুল হাক্কাম, আরো ওরফে আবু জাহেল। দুই শব্দের অর্থ সম্পূর্ন বিপরীত।আবুল হাক্কাম অর্থে জ্ঞানের পিতা ও আবু জেহেল এর অর্থ মূর্খের পিতা।
নবীর ইসলাম প্রচারের বড় বাধা ছিলো এই দুইজন "মুশরিক"। তাই নবীর বাহিনী মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে আবু জাহেলকে হত্যা করে।
sojibsahriar publisher