Answered 2 years ago
সত্যিকার অর্থে আসলে কোন উপায় নেই। যে সকল ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে আপনার মোবাইল দিয়ে সহজেই এমন গোপন ক্যামেরা পাওয়া সম্ভব বাস্তবে তা নয়। তবে হ্যা কিছু বছর আগেও এ পদ্ধতি কাজ করত কিন্তু বর্তমানে করে না। এর মূল কারন হলো এমন ভিডিও ক্যামেরা গুলোতে infra red led ব্যবহার হয়। যা কিনা রিমোটেও ব্যবহার হয়। আর এই এলডি এর আলোই আপনার ক্যামেরা ধরতে পারে। আর তাতেই উক্ত ক্যামেরা ধরা পড়ে।
কিন্তু বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। বাজারে এমন স্পাই-ক্যাম ও আছে যার মাধ্যমে প্রায় অন্ধকার ঘরেও বেশ ভালো আলো পাওয়া যায়। অর্থাৎ ক্যামেরার সেন্সর বেশ উন্নত যা অন্ধকারেও ভালো ভাবে আলো ধরতে সক্ষম। তেমন ক্ষেত্রে এই সকল পদ্ধতি আসলে বিফল!
riponmollah publisher