আফগানিস্তানের ক্ষমতায় তালেবান, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে?

1 Answers   1.8 K

Answered 2 years ago

যেহেতু বাংলাদেশেন ৯২% মুসলিম। তাই ৫০% বাঙ্গালিকে খুশি দেখা গেছে।

ইন্টারনেটের যুগ আসার পর বিশ্ববাসী কখনো পূর্ন শরীয়তের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র দেখতে পায় নি। ২০২১ সালের ১৬ই আগস্ট বিশ্বে প্রথম শরীয়ত ভিত্তিক রাষ্ট্রের জন্ম হলো। তাই মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু যখন প্রত্যাশায় গুড়েবালি লাগবে। তখন মুসলিমরা অতীতের ধামাচাপা দেওয়া ইতিহাসে সন্দিহান হয়ে পড়বে।

শরীয়তের আইনে যে মানুষ সুখি হতে পারে না। এটা নাস্তিকদের ১৪০০ বছরের দাবি। কিন্তু ইতিহাস ঘেটে কিছুটা প্রমান করতে পারলেও চাক্ষুস প্রমান করতে পারে না। কেননা ধামাচাপা দিয়ে ইতিহাস লুকানো হয়েছে।

ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে এক রাশ কুৎসা।(হুমায়ুন আজাদ)

কিন্তু ইন্টারনেটের যুগে মানুষ স্বচক্ষে দেখবে যে শরীয়তের আইন নারী শিক্ষার সাথে সাংঘর্ষিক, জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে যাবে, মানুষ কেবল দুখ কষ্টে পতিত। নারীরা মুখে স্বাধীন প্রতিবাদের ভাষা হারাবে৷ স্বামী ৪ টি বউ রাখলেও কিছু বলতে পারবে না।

সুবিধা হবে কেবল ভোগলিপ্সু, বিলাসী, ধনী এবং ক্ষমতাবান পুরুষদের।এরা মজা লুটবে। ধুকে ধুকে মরবে সমাজের বেকার, অসহায়, দরিদ্র পুরুষ, নারী ও শিশুরা।

১৪০০ বছর ধরে শরীয়তের আইনে এ অবস্থাটি চলছিল। ভিডিও মেশিন না থাকায় প্রমান নেই। এখন ক্যামেরার কল্যানে, নেটের কল্যানে ধামাচাপ দেওয়ার সুযোগ শেষ। মানুষ চাক্ষুষ দেখবে আর ধীরে ধীরে নাস্তিক হবে।

১৪০০ বছর ধরে যা প্রমান করা সম্ভব হয় নি। তা এখন সম্ভব হবে। শত জনমের স্বপ্ন এমন ভাগ্য মিলে.

Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions