Answered 2 years ago
ভারত ভাবতে পারেনি যে আমেরিকা এত শক্তিশালী হয়েও শেষ পর্যন্ত তালেবানদের হাতে ছেড়ে আসবে আফগানিস্তান, তারপর যথেষ্ট সৈন্য ও সরকার থাকা সত্বেও তালেবানদের বিরুদ্ধে না দাড়িয়ে সরকার প্রধান ও সৈন্যরা তালেবানদের কাছে দেশ দিয়ে দিয়েছে। যারা নিজেদের সাহায্য করতে পারেনা তাদেরকে কেন ভারত গিয়ে রক্ষা করবে।ভারত আমেরিকার মত অর্থনৈতিক ঝামেলায় জড়িয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে এব্যাপারে তেমন আগ্রহ দেখানি বলে মনে হচ্ছে।
তবে আমেরিকা নিশ্চয়ই কোন প্ল্যান রেখেছে পেছনে। দেখা যাক সামনে কি হয়।যদিও বিষয়টি আমাদের দেখতে হবে এমন গুরুত্বপূর্ণ না।
abdulalii publisher