Answered 2 years ago
শান্ত-শিষ্ট মুভি দেখতে পছন্দ করি। মারামারি-কাটাকাটি কিংবা ভূত-পেত্মীর মুভি ভাল্লাগে না। আমার প্রাণপ্রিয় ৩টি মুভি সম্পর্কে বকবক শুরু করছি।
tick, tick... BOOM!
জোনাথন লারসন নামে একজন শিল্পীর বাস্তব জীবন সংগ্রামকে চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে।
একজন শিল্পীর সফল হওয়ার পূর্বে তার জীবনের সংগ্রাম, হতাশা, অভাব অর্থাৎ চারপাশকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সবাই একজন ব্যক্তিকে সুনজরে দেখি যখন সে সফল হয়; কিন্তু সফল হওয়ার পূর্বে তার ছোট ছোট ব্যর্থতার গল্পগুলো আমাদের অগোচরে থেকে যায়; নির্জনে দীর্ঘশ্বাস ছাড়ে। আমাদের সবার জীবনেই এমন ঘটে।
Little Women
লুইসা মে অ্যালকটের পরিবারের বাস্তব জীবনের উপর ভিত্তি করে প্রথমে উপন্যাস লেখা হয়েছিল। তারপর বই থেকে মুভি। আর বই থেকে তৈরি হওয়া মুভির প্রতি আমার যথেষ্ঠ দুর্বলতা আছে।
জু মার্চ এর পরিবারের চার বোনের গল্প, সংগ্রামী পরিবারের গল্প, চার বোনের আলাদা নিজস্ব জগতের গল্প; যা সবাইকে অনুপ্রেরণা দেয়। হাজার হাজার মেয়েদের লুইসা মে অ্যালকেটের এই উপন্যাস অনুপ্রেরণা দিয়ে আসছে বিংশ শতাব্দী থেকে।
স্টিফেন কিংস এর নভেলা দ্য বডি থেকে এই মুভি তৈরি হয়।
প্রিয় বন্ধুর মৃত্যুর পর লেখক তার শৈশবে চার বন্ধুকে নিয়ে এক রোমাঞ্চকর যাত্রার কথা বর্ণনা করেছে। তারা চার বন্ধু মিলে একটা নিখোঁজ লাশ খুঁজতে দুই দিনের জন্য বাসা থেকে উধাও হয়ে যায়। তাদের আশা তারা লাশ খুঁজে পেলে বিখ্যাত হয়ে যাবে; সংবাদমাধ্যমে তাদের নাম-ছবি ছাপা হবে। তাদের যাত্রার সময় ঘটা বিভিন্ন ঘটনা আমাকে ছোটবেলায় নিয়ে গিয়ে নস্টালজিয়া করে দিয়েছে।
প্রিয় মুভি অনেক অনেক আছে। এই উত্তরে আপাতত আর কোনো মুভি সম্পর্কে লিখলাম না। পরবর্তীতে আরো অনেক ভাল ভাল মুভি দেখার অনুভূতি শেয়ার করব।
khalidbinwalad publisher