আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, সেটা কোন কোম্পানির, কোন মডেল আর কত মূল্যের?

1 Answers   5.2 K

Answered 2 years ago

আমি মির্জা আঁখি (Mirza Akhi) ‘র সাথে একদম একমত। iPhone eco system’এ ঢোকা সম্ভব হলেও এর থেকে বেরোনো অসম্ভব। সিমলেস পারফরমেন্স যার একটি প্রধান কারণ।

যাইহোক, আমি একটি iPhone 7 ব্যবহার করি, যা কিনা সেই ২০১৬ তে রিলিজ্ড, তবে এর এখনো সন্তোষ জনক পারফরমেন্স বলে যে এরা (অ্যাপল কম্পানি) কত যত্ন নিয়ে দরকার বুঝে ফোন বানায় (সন্তোষ জনক বললে যদিও কম বলা হয়)।

সবশেষে কিছু কথা বলবো, আইফোন আপনাকে মেগাপিক্সেল দেবেনা (দেয় না যে তা না, হাই এন্ড ফোনে এও দেয়, তবে ততটুকুই দেয় যতটা দরকার, অন্যদের মতো নয় যে ভরে ভরে মেগাপিক্সেল তো দেবে কিন্তু তার ব্যবহারই জানেনা, ফলে দেওয়াই বিফলে), কিন্তু দেবে ১০০/২০০ মেগাপিক্সেলের ক্যামেরার থেকেও ভালো ছবির কোয়ালিটি (কীভাবে দেবে সে অন্য এক প্রশ্নের উত্তর হতে পারে), আইফোন আপনাকে স্ক্রিন রিফ্রেশ রেট হয়ত কম দিচ্ছে, তবে পারসোনাল এক্সপিরিয়েন্স থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি স্মুদনেস অফ স্ক্রিন রিফ্রেশ তাও সমতুল্য, আইফোন আপনাকে ও.এল.ই.ডি দিচ্ছেনা (দিচ্ছেনা তা না, দিচ্ছে, হাই এন্ডে দিচ্ছে), তবে এর এলসিডি-র ডেলিভারি এমন যে কর্নার ভিউ দেখে আপনি ছিটকে যাবেন সন্দেহ না রেখে বলতে পারি, আইফোন এখনো আপনাকে বাল্কি নচ দেবে, তবে সেটা যুক্তিগত কারণেই এখনো বিদ্যমান, কারণ এর ফেস আনলক ব্যাপারটা অন্যদের মত খেলনা নয়, একটা সিরিয়াস বিষয় যা সত্যি সত্যিই আপনার ফেস কে ভাল মতন ভেরিফাই করে তবে ফোন খোলে (একই কথা প্রযজ্য টাচ্ আইডি’র ক্ষেত্রেও), সর্বপরি দেখার বিষয় এর সিকিওরিটি, আইফোনের ওয়াটার রেজিস্টেন্স সত্যিই ওয়াটার রেজিস্টেন্ট, জলে পরলে আপনাকে চাপ নিতে হবে না একটুও। এমন আরো অনেক জিনিসই আছে যা আপনাকে আইফোন বা অ্যাপল প্রোডাক্ট দেয়, কিন্তু সে সব আর এখানে বলা বোধয় ঠিক হচ্ছে না, ডেডিকেটেড প্রশ্ন দিয়েন, বিস্তারিত ভাবে বুঝিয়ে বলা যাবেক্ষণ।

সর্বপরি সব কথার শেষ কথা, আইফোন আপনাকে দেয় এক্সপিরিয়েন্স, ইজনেস অফ ইউজিং এক্সপিরিয়েন্স যাকে বলে, সিমলেস ইউজিঙ্গ এক্সপিরিয়েন্স, ব্যবহারিক তৃপ্তি, আর এর সিমলেস ব্যবহার ইকোসিস্টেমের, যা নিশ্চিত করবে, আপনি একবার আইফোন ব্যবহার করতে শুরু করলে আপনি আর কোনোদিনও আর অন্য কোনো ফোনের দিকে চোখ তুলে তাকাবেন না পর্যন্ত, ব্যবহার করার কথা ভাবা তো অনেক দুরের।

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions