Answered 2 years ago
দুই বছর আগে আমি যখন মেসে ছিলাম তখন মেসটির পাশের বাড়িতে এরকম ঘটনা মাঝেমধ্যেই ঘটতো । আমাদের পড়াশোনার খুবই ডিস্টার্ব হতো । তখন আমরা একটা মজার কাজ করতাম
পাশের বাসায় যখনই ঝগড়া শুরু হতো , তখন আমরাও মেসের মধ্যে মিথ্যা মিথ্যা ঝগড়া করতাম । বড় ভাই আমাদের নাম ধরে চিৎকার করে বলতো , " এ্যাই , হাসিব ! এ্যাই , সুমন ! চুপ কর ! শালা , চুপ কর !! " " আর একটা কথা বললে চড়ে কান ফাটিয়ে দেব ! " এরকমভাবে যখনই তারা ঝগড়া করতে যেত তখনই বড় ভাই বলতো , "এ্যাই হাসিব ! সুমন ! চুপ কর ! শালা , চুপ কর !আমি আসব , দেখবি !!" এই চিৎকার শুনে পাশের বাড়ির ঝগড়া বন্ধ হয়ে যেত ।
ওরাও বিষয়টা বুঝতে পারত , কিন্তু কিছু বলতে পারত না । কারন ঝগড়া করার অধিকার আমাদেরও আছে
niloyshek publisher