আপনি যদি আগামীকাল শিক্ষক হওয়ার সুযোগ পান, তাহলে ক্লাসে কী পড়াবেন?

1 Answers   8.4 K

Answered 2 years ago

প্রথম ক্লাসে নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক পড়াবো না,যদি না কোনো কঠোর শর্ত থাকে এ বিষয়ে।

প্রথম ক্লাসের উদ্দেশ্যই থাকবে পরিচিত হওয়া।তবে আমি পরিচিত হতে চেষ্টা করব একটু ভিন্ন আঙ্গিকে। তাদের নাম আর শ্রেনি জানাটাই যথেষ্ট নয়।তাদের ইন্টারেস্ট জানতে চাইব এবং সেই দিকের ভালোমন্দ দিক জানাতে ও এ বিষয়ে লক্ষ্য নির্ধারন করতে পরামর্শ দিব। সর্বোপরি তাদেরকে মনে করিয়ে দিব আমরা মানুষ।আমরা যেন এই সীমারেখাটা বজায় রাখতে পারি কখনো যেন এই সীমানা অতিক্রম করে পশুর কাতারে না গিয়ে পরি।


Shuvo
kumarshuvo05
330 Points

Popular Questions