Answered 2 years ago
একটা মানুষের হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে। সাধারণত মানুষের প্রাপ্তিতে তৃপ্ত ও আপ্রাপ্তিতে অতৃপ্ত হয়। তাৎক্ষণিক লাভ ক্ষতিতে মানুষ সফলতা ও ব্যর্থতার মানবদন্ড মনে করে এবং সেভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে।
আমি যখন হতাশা ভুগি তখন মনে পড়ে হতাশা মানবে জন্য নয়। এব হতাশ করে কী হবে এই পৃথিবীতে তো সাময়িকের জন্য।
আল্লাহ তায়ালা বলেনঃ ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণা করো দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমারা সফল হতে পারো (সূরা ৩ আল ইমরান আয়তঃ ২০০)
রজনী শেষে যেমন প্রভাত আসে,তেমনি দুঃখের পর সুখ আছে।কাজেই কোনো মুষড়ে পড়া মুমিনের সাজে না মানুষ যত বড় পাপীই হোক আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন।
সুখ- দুঃখ জীবনের অংশ এজগতের কোনোটি স্থায়ী নয়। সুতরাং কোনো বিষয় নিয়ে হতাশা না হয়ে আল্লাহ উপর ভরস করা ভলো।
hossainkabir publisher