আপনি যখন প্রথম উবুন্টু ব্যবহার করেছিলেন, তখন কী কী সমস্যার মুখোমুখি হয়েছিলেন?

1 Answers   10.6 K

Answered 2 years ago

প্রথম উবুন্টু ব্যবহার করেছিলাম ২০০৬ সালে, তবে মাস মনে নেই। পত্রিকা (সম্ভবত প্রথম আলো) মারফত জানতে পারি নতুন একটা লিনাক্স নির্ভর ওএস বের হয়েছে, নাম তার উবুন্টু। ওয়েবসাইটে গিয়ে অনুরোধ করলেই তারা বিনা পয়সায় ডাক মারফত বাসায় সিডি পাঠিয়ে দেয় - সেটা পৃথিবীর যেখানেই হোক না কেন! মাগনা পেলে মানুষ আলকাতরা পর্যন্ত পেটে ঢুকিয়ে ফেলে, আর এ তো লিনাক্স নির্ভর একটা অপারেটিং সিস্টেম! কী আছে কপালে! দিলাম একটা অনুরোধ পাঠিয়ে। দিলে দিল না দিলো নাই। আমার তো কোন ক্ষতি নাই।

আমাকে অবাক করে দিয়ে মাস খানেকের ভেতর উবুন্টু ৬.০৬ এর কয়েকটা সিডি বাসায় এসে হাজির! এই নিচের সিডিটার মত।

খুশির ঠ্যালায় আমি কম্পিউটারে উবুন্টু ইন্সটল করে ফেললাম। কাকতালীয়ভাবে ইনস্টল করতে গিয়ে আমি কোন সমস্যায় পড়ি নাই। তখন উবি (wubi) নামের একটা জিনিস ছিল, যেটা দিয়ে খুব সহজেই উইন্ডোজের ভেতরেই উবুন্টু ইন্সটল করা যায়। আমি না জেনেই উবি দিয়ে উবুন্টু ইন্সটল করে ফেলি। কয়েকদিন চালালাম - সবই চলে - শুধু কোন অডিও বা ভিডিও চালাতে পারি না। সেসময় ইন্টারনেট জিনিসটা অত সহজ ছিল না। তাই সহজে সব তথ্য খোঁজার জন্য গুগলের কাছে যে যাওয়া যায় - সে ব্যাপারটা আমার মাথায় ছিল না (অবশ্য চৌদ্দ বছর আগের গুগল আর এখনকার গুগলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল)। ফলে সাধারণ কিছু কাজ করার জন্য এবং পরিচিত মহলে "ভাব" মারার জন্য ডুয়েল বুটে উবুন্টু ব্যবহার করতাম। ততদিনে অবশ্য আমি উবি ছাড়া সম্পূর্ণভাবে উবুন্টু ইন্সটল করা শিখে গিয়েছি (এটাও কাকতালীয়ভাবে নিজে নিজে এবং কোন সমস্যা না তৈরি করেই)। তবে নিজের বেশিরভাগ কাজ করার জন্য উইন্ডোজেই থাকতাম।

২০০৮ সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপ যাই। সেখানে আমার ল্যাপটপের উইন্ডোজ হঠাৎ করেই মাতলামি শুরু করে দেয়। ল্যাপটপের ত্রাহি অবস্থা তখন। পাইরেটেড উইন্ডোজ কই পাই বিদেশে? সবই তো লাইসেন্সড কপি। কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায়। উপায় না দেখে ল্যাপটপ ফরম্যাট দিয়ে ভ্যানিলা উবুন্টু ইন্সটল করি। যা আছে কপালে! ল্যাপটপে উইন্ডোজ নাই - উবুন্টুই একমাত্র ভরসা। তাই সারাদিন উবুন্টু আর গুগল কামড়ে পড়ে থাকতাম। সেসময় পরিচিত হলাম উবুন্টু ফোরাম, আমাদের প্রযুক্তি, লিনাক্স ফোরাম - ইত্যাদির সাথে। ফেসবুক তখনও মানুষজনকে অমানুষ করে তুলতে পারে নাই। এসব ফোরামে খুবই ভালো ভালো কিছু মানুষ ছিলেন, যারা আমার মত নাদানকে বলতে গেলে একেবারে হাতে কলমে উবুন্টু ব্যবহার শিখিয়েছেন।

প্রথমদিকে উবুন্টু ব্যবহারে একমাত্র যে সমস্যাটার সামনে পড়েছিলাম সেটা হল অভ্যস্ততা। দীর্ঘদিন উইন্ডোজে অভ্যস্ত হয়ে উবুন্টুতে সবকিছু উইন্ডোজের মত করে পেতে চাইতাম। উবুন্টুতে যে আমার স্বাধীনতা অনেক বেশি, সবকিছু উবুন্টু কিংবা উইন্ডোজ নয় বরং নিজের মত করেই যে পেতে পারি - এই ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লেগেছিল। এই একটা সমস্যা ছাড়া উবুন্টুতে তেমন কোন বিশাল সমস্যায় পড়ি নাই কখনও।

Ahmed Tahsan
ahmedtahsan
305 Points

Popular Questions