Answered 2 years ago
কোডব্লকস দিয়ে শুরু করি,মাঝে মধ্যে vs code ব্যাবহার করতাম,নতুন শখের জিনিস যুক্ত হলো vim কয়েক মাস আগে, বেশ ইন্টারেস্টিং একটা জিনিস vim.সেটা ব্যাবহার করার চেষ্টা করি।
নষ্টা উইন্ডোজের আছর থেকে পুরোপুরি মুক্ত হবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।পাশাপাশি vim এর ব্যাবহার মোটামুটি শিখলে একটা আলাদা "ফিল" পাবো,তাই চেষ্টা করে যাচ্ছি।
ওয়েব ডেভেলপমেন্ট এর কিছু পারি না,তবে পাইথন এর ব্যাপারে কিছু করার চেষ্টা রাখছি,একেবারে বেসিক যেমন রেগেক্স জিনিসটা, ছোটখাটো কাজ অটোমেট করা,হাতে কলমে স্ক্র্যাপ করা এসব আরকি।তো এরজন্য vscode ইউজ করতাম।
আপডেট ঃঃ
ভিম অনেক মজা।লিনক্সে ব্যাশ এ কিছু সাধারণ মানের কাজ কারবার অটোমেট করে আরো মজা পেয়েছি।যদিও গিট ব্যাবহার করি নাই,ভিম এর সাথে গিট রিলেটেড কিছু করা যেতে পারে সম্ভবত,নেট ঘেটে বের করবো।
আপডেটঃ
কমান্ড লাইন থেকে গিট ব্যাবহার শুরু করেছি।ভালো প্রোফাইল বানানোর জন্য দিনরাত খেটে যাচ্ছি।দোয়া করবেন।
tuhinahemd publisher