Answered 2 years ago
৫০০ টাকা আয়, এগুলো সম্পূর্ণ ভুয়া, সেই সাথে এইসব সাইটে ঢুকলে আপনার ফোনের / কম্পিউটারের বিভিন্ন তথ্য সেই সব ভুয়া ওয়েবসাইট / এপ এর সার্ভারে চলে যাবে, এর ফলেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্রতারণা, হ্যাকিং এর স্বীকার হয়ে থাকি।
আপনাকে কোনো কাজ ছাড়া কেউই টাকা দিবে না, আমি চাইলে কি আপনি আমাকে দিবেন অযথা টাকা, এটা ভেবেই উত্তরটি খুঁজুন।
আর আপনি অনলাইনে আয় করতে চাইলে আপনার ভালো লাগার যেকোনো একটি দিক সিলেক্ট করুন, তারপর আশেপাশেের যেকোনো ভালো কোনো আইটি ইন্সটিটিউট / অনলাইনে বিভিন্ন কোর্স করা যায় ভর্তি হোন। নিয়মিত শিখুন, ধীরে ধীরে আয় করতে পারবেন ইনশাল্লাহ্।
hriyan publisher