আপনি কোন ধরণের মোবাইল ফোন দিয়ে প্রথম শুরু করেছিলেন? এখন কোন ফোন ব্যবহার করেন?

1 Answers   5.8 K

Answered 2 years ago

Sony ericsons w800i ফোনটি ওয়াকম্যান সিরিজের ছিলো। ওই সময়ের ২ মেগাপিক্সেল এর খেলা যারা দেখছে তারা জানে। এখনকার তো খালি মেগাপিক্সেল এর দৌর কিন্তুু ছবিতে কোনো কোয়ালিটি নাই। মানুষজন দেখলে মনে করতো ক্যামেরা নিয়া চলতাছি। জীবনে টুকটাক ফোন চালাইছি পরেও তবে ওইসময়কার হিসাবে তূলনা করলে সনি এর বেপারটাই আলাদা ছিলো।


Rabiya Khatun
rabiyakhatun
482 Points

Popular Questions