আপনি কোন খাবার পছন্দ করতেন কিন্তু এখন আর পছন্দ করেন না?

1 Answers   5.3 K

Answered 1 year ago

আমি আগে আমিষ ছিলাম, প্রচুর পরিমাণে মাছ, মাংস ডিম ,আদা রসুনের ,পিয়াজ সবজি তেলেভাজা ,ভাজাভুজি , প্রচুর পরিমাণে তেল মশলা জাতীয় সব জিনিস খেতাম। প্রচুর পরানের মিষ্টি , কোলড্রিংস ,আইসক্রিম, প্রচুর পরিমাণে ধূম্র পান করতাম । এখন আমি সম্পূর্ণ আমিস, জীবন থেকে সব কিছু পরিত্যাগ করেছি।
Indila Indira
indilaindira
286 Points

Popular Questions