Answered 2 years ago
আমি একজন বাংলাদেশী যে এই মূহুর্তে বিদেশে অবস্থান করছে।আমি বরং বাংলাদেশে ই ফিরে যেতে চাই আর সেটা চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবেই।দেখুন আমি দেশ ছাড়ার স্বপক্ষে অনেকের ই অনেকগুলো উত্তর আপনার প্রশ্নের প্রেক্ষিতে দেখেছি।অধিকাংশ ই বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে আসার কথা ভাবছে।এখন প্রশ্ন হচ্ছে কেনো?
আমি জার্মানিতে বসবাস করি।বর্তমান সময়ে সর্বোৎকৃষ্ট গনতন্ত্রমণা উদার দেশগুলোর একটা উদাহরণ।এখানকার প্রায় প্রতিটা নাগরিক ই তাদের জাতিগত মূল্যবোধ সম্পর্কে ভয়াবহ সচেতন।তারা তাদের সামাজিক,রাষ্ট্রীয় সবধরনের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন।আমি একবার এক জার্মান অধ্যাপক কে প্রশ্ন করেছিলাম জার্মানি আপনাকে কি দিয়েছে? উনি উত্তর দিয়েছিলেন এই প্রশ্নটা কখনো আমাকে ভাবায় নি বরং শৈশব থেকে আমি এই মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছি যে আমি জার্মানিকে কি দিয়েছি বা আমি কি দিতে পারবো।কিংবা আমার সে প্রস্তুতি কতটুকু আছে।আমি আমার সমগ্র জীবন এই সত্য টাকেই লালন করেছি যে আমার প্রতিটা নিঃশ্বাস জার্মানির কাছে ঋণী।
এবার আপনি বাংলাদেশী নাগরিকদের কথা ভাবুন।আপনি বাঙাল সিউডো ইন্টেলেকচুয়াল মিডলক্লাস ইতরগুলোর কথা ভাবুন।পারস্পরিক তুলনা করুন।তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এমন পরিস্থিতির কারণ কি!!বাংলাদেশে অনেক সমস্যা আছে আমি বিশ্বাস করি কিন্তু সবচেয়ে বড় সমস্যা এরাই যারা প্রতিনিয়ত দেশকে গালমন্দ করছে আর কথায় কথা দেশ ছেড়ে যাবার কথা বলে।যদিও এদের অধিকাংশ ই কোনদিন সদরঘাট ও পার হতে পারে না বা এদের সে যোগ্যতা ও হয় না।দূর্ভাগ্যবশত এদের সংখ্যাটা বড্ড বেশি।
skandermia publisher