Answered 2 years ago
দামী স্মার্টফোনে অবশ্যই কমদামী স্মার্টফোনের চাইতে অনেক বেশি স্পেসিফিকেশন এবং অনেক কিছু বেশি থাকে,কিন্তু আমার রেগুলার যেই কাজকর্ম সেটা কমদামী স্মার্টফোনেই হয়ে যায়।প্রয়োজন নাই ভাই দামী স্মার্টফোনের।
এতক্ষণ নিজেকে যা বলে সান্ত্বনা দিয়ে রাখি সেটা বললাম।হ্যা ভালো ইন্টারনেট ব্রাউজিং পারফরমেন্স , ভালো ব্যাটারী ব্যাকআপ,ভালো কোয়ালিটির ছবি তোলা,গেমিং করা,ভালো একটা ডিসপ্লে তে মুভি দেখা,আর হ্যা পাবলিক প্লেসে ফোন বের করতে লজ্জা না পাওয়ার জন্য হলেও একটা দামী স্মার্টফোন কিনতে ইচ্ছা হয়। কিন্তু মধ্যবিত্ত বলে কথা।সবসময় নিজের ইচ্ছা আর সপ্ন লুকিয়েই রাখতে হয়।
মুরুব্বীরা বলে সব যায়গায় সব কথা বলতে নেই,কোরায় নেগেটিভ মাইন্ডের লোক খুব কম আছে তাই বললাম।হয়তো আমার মতো অনেকেই সেইম বিষয় নিয়ে মন খারাপ করে বসে আছে, তাদের জন্য একটা কথা মনে রাখবেন, "রাত যতই গভীর হয়,সোনালী ঊষার আবির্ভাব ততই নিকটবর্তী হয়" নিজেকে যেইভাবে দেখতে চান সেইভাবে নিজেকে গড়ে তোলার জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন।
আর হ্যা,একদিন কিনবো,
Neha Khatun publisher