আপনি কি মনে করেন, সৎ মানুষ সবসময় কষ্ট পায়? এই বিষয়ে আপনার মতামত কী? এই সমস্যা প্রশমিত করার জন্য সৎ লোকদের কী করা উচিত?

1 Answers   10.7 K

Answered 2 years ago

কে বলেছে সৎ মানুষ সবসময় কষ্ট পায়। সৎ মানুষ অনেক অনেক সময় শান্তিতে ঘুমাতে পারে যা অসৎ মানুষেরা পারে না।

নিজে মার খেয়ে ঘুমোনো যায় কিন্তু কাউকে মেরে শান্তিতে ঘুমোনো যায় না…….

তবে সৎ মানুষেরা কিছু কারণের জন্য কষ্ট পায়……..

১) তারা অন্যদের ঠকিয়ে কিছু করে না, বরং তার বিনিময়ে নিজে ঠকে আর কষ্ট ভোগ করে।

২) সৎ মানুষ নিজের ক্ষতিকে ভগবানের আশির্বাদ হিসেবে হাসি মুখে গ্ৰহন করতে পারে বলেই তারা বার বার কষ্ট পায়।

৩) সৎ মানুষেরা অন্য দের কটু কথা বলতে ভয় পায় কিন্তু অসৎ মানুষেরা সহজেই বলে ফেলে।

৪) সৎ মানুষেরা জানে কাউকে আঘাত দিলে তার আগে নিজে সেই আঘাত সহ্য করার ক্ষমতা থাকা দরকার।

৫) সৎ মানুষেরা অন্য দের মনে দুঃখ দিয়ে কোন কথা বলতে তে অথবা কোন কাজ করতে তে পারে না।

৬) সৎ মানুষেরা কোন রকম ঝামেলায় জড়াতে চায় না, তার জন্য সে দোষ না করেই অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়।

সৎ মানুষেরা সারা জীবন সৎ হয়েই থাকতে চায়…….

এই সমস্যা প্রশমিত করার জন্য সৎ লোকদের কী করা উচিত?

অসৎ মানুষের থেকে দূরে থাকা উচিত। তাদের সাথে তর্ক না করে নিজের কাজে চলে যাওয়ার ভালো।

নেগেটিভ শক্তির পরিমাণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি। দশ জন ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।

তবে আমি বলবো এখনও পর্যন্ত এই পৃথিবীতে ১০% ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনও পর্যন্ত টিকে আছে, নাহলে কবে পৃথিবীতে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যেত……….

Test User
asdre
176 Points

Popular Questions