আপনি কি মনে করেন বাংলাদেশে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি বজায় থাকলে সরকার গণ-আন্দোলনের সম্মুখীন হতে পারে?

1 Answers   10.9 K

Answered 2 years ago

না। তা হবে না।


কারণ দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি এদেশের মধ্যবিত্তদের বিচলিত করছে না। কারণ মধ্যবিত্ত বেশ খানিকটা দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। অথবা জেল - জুলুম - গুম - খুন - সুখের সংসার হারানোর ভয়ে সিটিয়ে আছে। ধর্মীয় দল বলতে যাদের বোঝানো হয় তারা দান হিসেবে কালো টাকার ভাগ পাচ্ছে। ফলে এই ইস্যু নিয়ে তারা আগ্রহী নয় আন্দোলন করার জন্যে। মূল বিরোধী দল হিসেবে যারা নিজেদের দাবী করে, তারা ব্যাবসা বাণিজ্যের ভাগ নিয়ে ভালোই আছে। সরকার সমাজে বিভাজন - বিদ্বেষের রাজনীতি টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে।


ফলে আন্দোলন সংগঠিত করার মত সুযোগ তৈরি হচ্ছে না। তার উপর অশিক্ষিত লোকদের সংখ্যা বেশী হওয়ায়, যারা গণ-আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে তাঁদের চেষ্টার ফল পেতে সময় লাগছে। অথবা সহজেই চেষ্টা ব্যর্থ হচ্ছে।


Rani
rani
369 Points

Popular Questions