আপনি কি মনে করেন নারী, আদিবাসী, পোষ্য, মুক্তিযোদ্ধা সহ সকল কোটা প্রথা বাতিল করা উচিত? কেন?

1 Answers   12.3 K

Answered 2 years ago

উপজাতি, দলিত, হরিজন এবং প্রতিবন্ধী প্রভৃতি কোটা রেখে বাকি কোটা বাদ দেওয়া উচিত। নারী এবং মুক্তিযোদ্ধা কোটা শিক্ষাক্ষেত্র পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত। চাকরির ক্ষেত্রে এই দুটো কোটা খুব বৈষম্যমূলক। একজন নারী হয়েই বলছি চাকরি ক্ষেত্রে নারী কোটা রাখার দরকার নেই। যেসব মেয়েরা অফিসার র‍্যাংকে চাকরি পায় তারা নিজ যোগ্যতাতেই পায়। কোটা রাখায় নাম হয় আমরা নাকি শুধু কোটাতেই চাকরি পাই!

Omar
Omar
337 Points

Popular Questions