Answered 2 years ago
উপকারের প্রতিদানঃ কিছুকাল আগে আমি বিশ্বব্যাংকের সহায়তায় চারটি জোনে ২৮ টি পৌরসভা নিয়ে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করছিলাম। পৌরসভার গভর্নেন্স সংক্রান্ত কাজ করার জন্য আমাদের টিমে চারজন যোগদান করলেন। তাদের মধ্যে দুজন ছিলেন মহিলা। আমি চাইছিলাম আমার অঞ্চলে যেন কোন মহিলা না পড়ে কেননা তাদেরকে দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ফিল্ডে কাজ করা ঝামেলাজনক বটে।
কিন্তু আমার জোন ঢাকার কাছাকাছি কুমিল্লা হওয়াতে একজন ম্যাডাম কুমিল্লা জোনে কাজ করতে চাইলেন। যাইহোক ছয় বছর ধরে কাজ করার সময় তাকে যতটা সম্ভব সহযোগিতা করলাম। এমনকি তিনি ঢাকাতে পৈত্রিক ভিটায় গৃহনির্মাণ কালে অর্থসংকটে পড়লেন সে সময় আমি তাকে দীর্ঘমেয়াদে কিছু টাকা ঋণ দিয়ে সহযোগিতা করলাম।
একবার কাজ পরিদর্শন শেষে ফিল্ড থেকে ফিরে আসতে আমাদের রাত বারোটা বেজে গিয়েছিলো। চট্টগ্রাম থেকে ফিরবার বাসটি আমার বাসার সামনে দিয়ে গেলেও আমি বাসায় না নেমে ব্যক্তিগত গাড়ির ড্রাইভারকে এই গভীর রাতে খবর দিয়ে আনলাম। তারপর আমি নিজে ওনার বাসার সামনে গিয়ে তাঁকে নামিয়ে দিয়ে রাত প্রায় দেড়টা দিকে নিজের বাসায় পৌঁছে ছিলাম। তাঁর এক নিকটাত্মীয় ব্যাংকে চাকরি করতেন তবে ওই আত্নীয়ার প্রমোশনের সময় ব্যাংকের পক্ষে একটি নির্দিষ্ট পরিমাণে এফডিআর সংগ্রহ করে দেবার বিষয় ছিল। সেই সময় আমি এফডিআরের পরিমান পূর্ণ করতে ছয় মাসের জন্য কিছু টাকা দিয়েছিলাম। ছয় মাস পর তিনি টাকা ফেরতও দিয়েছিলেন।
এর মাঝে আমার এক বন্ধু অফিসে এলেন। তিনি বললেন, একটি কাজের জন্য কিছু ইঞ্জিনিয়ারের বায়ো-ডাটা দরকার। আমি বন্ধুটিকে বললাম, সেটার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তোমাদের ওই কাজে সোশিয়লজিস্ট দরকার আছে কিনা? তাহলে আমি সিভি যোগার করে দেই। সে বলল, সড়ক ও জনপথ বিভাগের ওই বিশাল প্রকল্পে সোশিয়লজিস্ট প্রয়োজন আছে। আমি আমার সাথে কর্মরত গভর্নেন্স ম্যাডামকে বললাম, আপনার একটা বায়ো ডাটা ওনাকে দিন। কিছুদিন পর সেই কাজটি শুরু হলে ম্যাডাম উচ্চ বেতনে চাকরি নিয়ে ওই প্রকল্পে চলে গেলেন।
বেশ কিছুদিন পর আমার আরেক বন্ধু ফোনে বলল, আমাদের কোম্পানির একটি কাজের প্রস্তাবনায় তোমার সিভি ব্যবহার করতে চাই। কি ধরনের কাজে এবং কোম্পানি ম্যানেজমেন্টের সাথে আলোচনা ছাড়া সাধারণত আমি সিভি দেই না তবে আমার ক্লাসমেট এবং বন্ধু হওয়াতে আমি বিনা প্রশ্নে তার কাছে সিভি মেইল করে দেই।
আমার সিভি ব্যবহার করে যখন কর্মপরিকল্পনা প্রস্তাব তৈরি হচ্ছিল সেই সময়ে গভর্নেন্স ম্যাডাম সেখানে গিয়ে উপস্থিত হলেন। এক সময় এই কোম্পানির কিছু প্রাইভেট কাজ করে দেবার জন্য এই গভর্নেন্স ম্যাডামকে ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই সূত্রেই ম্যাডামের সঙ্গে ওই কোম্পানির যোগাযোগ তৈরি হয়েছে। গভর্নেন্স ম্যাডাম যখন দেখলেন কর্ম প্রস্তাবে আমার সিভি ব্যবহার করা হচ্ছে তখন তিনি বললেন, এই সিভি দেবেন না আমি অন্য সিভির ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে গভর্নেন্স ম্যাডাম কর্মপ্রস্তাব থেকে আমার সিভি বাদ দেবার ব্যবস্থা করে আমার উপকারের প্রতিদান দিলেন।
sinjonkhan publisher