আপনি কি কোনও কিছু শেয়ার করতে চান?

1 Answers   5.5 K

Answered 2 years ago

দুর্বলতা যখন শক্তি

এক বালক রোজ দুটো কলসি কাঁধে ঝুলিয়ে পানি নিয়ে তার মনিবের কাছে পানি নিয়ে যেতো। কিন্তু কলসি জোড়ার একটিতে ছিলো ফুটো। আর যেকারণে সেই কলসির পানির অনেকখানি যাত্রাপথেই পড়ে যেতো। আর এটা নিয়ে ভাঙ্গা কলসি বড্ড হীনমন্যতায় ভুগতো। একদিন ভাঙ্গা কলসি বালকটিকে বলেই বসলো যে সে এই ব্যাপারটা নিয়ে বেশ অনুতপ্ত। তার ধারণা যে একটা মাত্র কাজ তার তবুও সে সেটা ঠিক করে করতে পারছে না। এর উত্তরে বালক বললো, "তা তুমি এই ভাবছো। কাল যখন আমি পানি নিয়ে যাবো তখন তুমি তোমার দিকের রাস্তাটার দিকে তাকিও।

দেখবে সেখানে কী চমৎকার সব ফুল। আর এই ফুলগুলো আমি আমার মনিবকে উপহারও দিয়েছি। এতে সে বেশ খুশিও হয়েছে। তোমার এই ফুটোর কথা আমি আগে থেকেই জানতাম। তাই তোমার দিকটায় কিছু ফুলের বীজ বুনে দিয়েছিলাম। আর রোজ যাত্রাপথে তুমি সেগুলোতে পানি দাও।"

Nadim
Nadim
379 Points

Popular Questions