আপনি কি কিছু বলতে চান? তাহলে নির্দ্বিধায় বলুন।

1 Answers   11 K

Answered 2 years ago

আমাদের বয়স যত বাড়ে আমরা তততাই নিরবতার প্রেমে পড়ি। হট্টগোল-কোলাহল থেকে দূরে কোথাও গিয়ে নীরব জীবনযাপন করতে ভালবাসি। অনেক বন্ধু না খুজে আমরা দুই-এক জন আসল বন্ধু খুজি যাদের কাছে সুখ দুঃখের গল্প করতে পারি। মানুষ দেখানো সম্পর্কের উর্ধে গিয়ে খুব চুপিসারে কারো কাধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি  । অনাকাংখিত বিশ্বাসঘাতকতা, অপমান এবং চরম নিন্দায় নিজেকে চুপ থাকতে শিখি। কোথায় চোখের জল ফেলা উচিৎ আর কোনটা হাল্কা হাসিতে উড়িয়ে দিতে হয় সেটা শিখি। জীবনে কি আসল এবং কোনটা সামান্য বাতাসে খড়কূটোর

মত উড়ে যাবে সেটা বুঝতে শিখি। জীবন সেতো লম্বা রাস্তার পরিবহনের মতই। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি কোন স্টপে আমাদের থামতে হবে আর কোণ স্টপে গতি বাড়াতে হবে। জীবনে সামনে আগাতে আবেগ মুক্ত জীবনের বিকল্প কিছু নেই।

Shuvo Khan 06
shuvokhan06
212 Points

Popular Questions