আপনি কি কিছু বলতে চান? চাইলে তা কী ?

1 Answers   14.1 K

Answered 2 years ago

হে মানুষ!!!

কিসের এত অহংকার তোমার?

অর্থ,সম্পদ,ক্ষমতা, চেহারার!!

নাকি বংশ মর্যাদার?

তুমি চলাফেরা করছো–

পেট ভর্তি প্রস্রাব,পায়খানা নিয়ে!!

আর কবরে তোমার সুন্দর দেহখানি,

পচে গলে পোকামাকড়ের খাদ্য হবে।

তারপরেও কেন তুমি এত দামী?

আর দুনিয়াই তোমার কাজটাই বা কী?

একটু ভেবে দেখনা…..!!

→খেল তামাসা ধোকার পৃথিবীতে,

হে ক্ষণিকের অতিথি!

মনে রেখ প্রতি পদক্ষেপেই,

তুমি শুধু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছো…..!!

ধন্যবাদ।

Taya Mosciski
Anower
207 Points

Popular Questions