Answered 2 years ago
১লা
মার্চ ২০২০ - ভার্সিটি থেকে আসার পথে রোজ বাস থেকে যেখানে নামি, সেদিন
একটু আগে নামলাম ফুচকা কিনবো বলে। দুর্ভাগ্যজনকভাবে সেদিন দোকানটা বন্ধ
ছিলো। মন খারাপ করে রাস্তা পার হয়ে বাসার দিকে আসছি, দেখলাম রাস্তায়
মটরচালিত এক রিকশা হঠাৎ দিক পরিবর্তন করে ফেললো, চালকের দিকে তাকিয়ে
রাস্তায় তাকিয়ে দেখি এক কালো পোটলা, রিকশা পাশ কেটে চলে গেলো, আমি কাছে
যাওয়ার আগেই কালো পোটলা মহাশয় এক দুরন্ত গতিতে ছুটে আসা বাইকের চাকার তলে
পড়ে পড়ে দশা। বাইক চালক ভাই ১ ইঞ্চি দূরে থামালেন। দৌড়ে কালো পোটলা
মহাশয়কে কোলে তুলে রাস্তার পাশে এক গাছের নিচে বেদিতে রাখলাম, রাখার সঙ্গে
সঙ্গেই এক দারোয়ান এসে বললেন, “ আপা, বিড়ালগুলো অনেক জ্বালায়, এখানে
রাইখেন না, আপনি নিয়ে যান।” আমি রাজী হলাম না, কারন আমি অত বিড়ালপ্রেমী
না। আর সারাদিন ঘরের বাইরেই থাকি, একে পালবে কে! বললাম আমার বিড়াল না।
বলতেই দারোয়ান ব্যাটা বললো, “তাইলে এরে মেরে ফেলি।” বলেই এক হাতে তুলে
আছাড় মারতে উদ্যত হলেন! আমি হৈহৈ করে বললাম,” করেন কী! আস্ত খারাপ মানুষ
তো আপনি! দেন আমাকে।” কোলে করে অনিচ্ছাসত্বেও ঘরে নিয়ে এলাম। ভেবেছিলাম
একবেলা দুধ খাইয়ে বাইরে রেখে আসবো। তা ৪ মাস+ হয়ে গেছে, মহাশয় এখন আমাদের
বাড়ির সবচেয়ে ক্ষমতাবান সদস্য। নাম তার হাচি (Hachi - A dog’s tale সিনেমা
হতে নামকরন) উপরের ছবিটা ৪মার্চ, ২০২০ এর। কত ছোট ছিল!! ৭ই মার্চ, ২০২০। ১৭ই মার্চ,২০২০ - তার মা ছবি এত ছবি তুলেন কেন!? 😒 ৬ই জুলাই, ২০২০ - বড় হয়ে যাচ্ছে ছেলেটা আমার। এখন নিজেই টিকটিকি ধরতে পারে। 🧡 কেমন
অনুভব করি - মা হলাম, দৈনিক উনার খাবার তৈরী করতে, মল পরিষ্কার করতে আর
দুষ্টামি সহ্য করতে করতে আমি অতিষ্ঠ হয়ে যাই।দাগহীন হাত এখন সুদূর অতীত!
আমার হাতের প্রতি ইঞ্চিতে উনার ভালোবাসা(!)ময় কামড়ের আর আচড়ের চিহ্ন। তবু
উনাকে আমি ভালোবাসি! অনুরোধ
: করোনার এই সময়ে আশেপাশে অনেক কুকুর বিড়াল, বা অন্য প্রাণী ক্ষুধার্ত
থাকে, তাদের খাবার দিবেন। এই পৃথিবীটা যতটুকু আমাদের, ঠিক ততটুকু তাদেরও। ভালো থাকবেন, শুভ দিন।
srijon publisher