আপনি কি কখনো কোন চলচিত্রের শ্যুটিং দেখেছেন? সেই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবেন কি?

1 Answers   7 K

Answered 2 years ago

আমি বহুবার চলচিত্রের শ্যুটিং দেখেছি। বাংলাদেশের বর্তমানে নামকরা সব নায়ক নায়িকাদের সাথে একাধিকবার দেখা হয়েছে। শ্যুটিং এর সময় যদি এদের পঁচা পানিতে হাবুডুবু খেতে বলা হয় এদের আপত্তি নেই কিন্তু একটা শট দিয়ে চেয়ারে এসে বসেছে এবং তারপর তার কোন ফ্যান যদি একটু পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছে তবেই এদের আপত্তি। যেন দুনিয়ার দূর্গন্ধ নিয়ে ঘোরা লোকটি তার পাশে এসে দাড়িয়েছে এমন ভাব করে। সবচেয়ে হাস্যকর লাগে যখন দেখি কাট বলার সাথে সাথে কেউ একজন রোদ কিংবা ছায়া যেখানেই থাকুক বিরটা ছাতা নায়ক এবং নায়িকার মাথায় ধরে। এরা সাধারনত কোথায় একা বের হয় না, সাথে চামচা টাইপ কিছু সাঙ্গপাঙ্গ থাকেই। আপনি যদি সামনাসামনি শ্যুটিং দেখেন তো এদের অভিনয় দেখলে হাসতে হাসতে মরে যাবেন। জাস্ট বিরক্ত লাগে। অতিরিক্ত মেকাপ আপনাকে আরো বিরক্ত ধরাবে। সবচেয়ে অবাক লেগেছিল খল নায়িকা রীনা খান, উনাকে টিভিতে যতটা সুন্দরী দেখায় বাস্তবে তিনি তার চেয়েও সুন্দরী। সাকিব খানকে যতটা ফিট মনে হয় বাস্তবে ততটাই আনফিট লাগে ( ভূড়ির জন্য ) নায়ক রুবেলের একদম টাক মাথা, এখন অবশ্য তিনি তার সব চুল কামিয়ে ন্যাড়া হয়ে ঘোরেন। জায়েদ খান সবচেয়ে হাস্যকর নায়ক আমার দেখা মতে। তবে উনি খুব মিশুক এবং ফানি। মিশা সওদাগর কম কথার মানুষ এবং বিনয়ী। সাকিব খান অহংকারি। প্রতিটা নায়িকাই বদরাগি এবং অহংকারী। ফজলুর রহমান বাবু আমার খুব পছন্দের অভিনেতা, তবে সামনাসামনি উনাকে আমার বিনয়ী মনে হয়নি। নায়ক ফারুক উনি তো যেন সাত আসমানের চাঁদ ( বিরক্ত ) কাবিলা, ডাক্তার এজাজ, ফারুক, সিদ্দিক এরা সবাই ছোট পর্দার অভিনেতা, এরা ভীষন ফানি। মোশাররফ করিম ফালতু, চঞ্চল মিশুক তবে কম কথার মানুষ। নায়ক সজল ভাবে বাঁচে না। ইমন ভদ্রলোক। মাহফুজ আহমেদ গম্ভীর তবে ভদ্র, মনির খান শিমুল মিশুক এবং সেই লম্বা। আরো বহু বলা যায়, হাত ব্যথা করছে।


Aariv
aariv
294 Points

Popular Questions