Answered 2 years ago
যা নিজে করতে পারা যাবে না বা করতে পারা দুরহ হবে তা কখনোই উপদেশ বা পরামর্শ হিসেবে দেয়া হয় না। যা বলা হয় তার বাস্তবিক বা প্রায়োগিক উদাহরন দিলে পরামর্শ প্রাথী তা পরিপালনের যৌক্তিকতা খুঁজে পায়। তাছাড়া প্রার্থী শ্রোতার চিন্তায় তরঙ্গ উঠে এমন বচন যার উপংহারে প্রার্থী নিজেই নিজের মধ্যে তার অভাব অনুভব করে। আসল কথা হলো যুক্তি ও আবেগের সমন্বয়ে সহজে বুঝতে পারে এমন উপস্থাপনা যার প্রভাব তাৎক্ষনিক মিলিয়ে যাবার নয়, তাই বলা। ধন্যবাদ।
sopnil.sopno publisher