আপনি এমন কোন মজার কৌতুক (জোকস) শুনেছেন বা পড়েছেন যাতে আপনার হাসতে হাসতে পেটে খিল ধরেছিল?

1 Answers   10.4 K

Answered 1 year ago

অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।🙄

#প্রথম জন ভেতরে ঢুকলেন।

#অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?

#চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো।

#অফিসারঃ বাহ, খুব ভালো।

এখন বলুন,

জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?

#চাকুরি প্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন।

এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন।

#অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?

#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে ফেলবো।

#অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন?

#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে ফেলবো।😂

#অফিসারঃ তারপরেও গরম লাগলে?😆

#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ প্যান্ট খুলে ফেলবো।

(বিরক্ত হয়ে) #অফিসারঃ তারপরেও গরম লাগলে?

#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জাঙ্গিয়া খুলে ফেলবো।

(প্রচণ্ড রেগে গিয়ে) #অফিসারঃ তারপরেও যদি গরম লাগে?

#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না 🤣🤣🤣🤣🤣

২য় জোকস…………………………

বাবা বল্টু
কে ইংরেজি শিখাচ্ছে। .
বাবা: মাই হেড মানে আমার মাথা।
বল্টু :মাই হেড মানে বাবার মাথা।
পাশ থেকে ভাইয়া বললো- দূর
বোকা,
'মাই হেড মানে আমার মাথা।'
বল্টু : মাই হেড মানে ভাইয়ার
মাথা।
বল্টুর বড় বোন্ উল
বুনতে বুনতে তা শুনে বললো।
এই বল্টু, মাই হেড
মানে ভাইয়ার মাথা না।-
আমার মাথা, আমার মাথা।
বল্টু : ও বুঝছি। মাই হেড
মানে আপার
মাথা।
মা রান্নাঘর
থেকে শুনতে পেয়ে চেঁচিয়ে বলল-
কি যা তা বলছিস!
মাই হেড মানে আমার মাথা।
পড় তাড়াতাড়ি।
বল্টু বিরক্ত হয়ে বলল, ও বুঝছি,
'মাই হেড মানে চোদ্দ গুষ্টির
মাথা!'

তৃতীয় জোকস

এক ঘাড়ত্যাড়া লোক গেছে করোনা টেস্ট করাতে।‌

ডাক্তার বললেন 3500/- টাকা লাগবে |

এটা শুনে ভদ্রলোক ডাক্তারের মুখের ওপর হাচিঁ দিয়ে দৌড়ে পালালো।‌

ভয় পেয়ে ডাক্তার নিজের করোনা টেস্ট করে নিলেন |

দুদিন পর ঐ লোক চেম্বারে ফোন করে জানতে চাইলো ডাক্তার কি কোয়ারেন্টাইনে নাকি ছুটিতে গেছেন?

ডাক্তারের এসিস্ট্যান্ট জানালো ডাক্তার কোয়ারেন্টাইনে যাননি , চেম্বারেই আছেন, সুস্হ আছেন।‌

ভদ্রলোক নিশ্চিন্ত হলো " যাক বাবা ডাক্তার নেগেটিভ মানে আমিও নেগেটিভ।

aminaforid
aminaforid
435 Points

Popular Questions