আপনি এমন কী জানেন যা বাকি ৯০ জনই জানেন না, তবে এটা অবশ্যই জানা দরকার?

1 Answers   11.2 K

Answered 3 years ago

খুলনা বিশ্ববিদ্যালয়


আমাদের বিশ্ববিদ্যালয়ে অনুষদকে স্কুল বলা হয়। যেমনঃ আইন স্কুল। আইন অনুষদ বলা হয়না

আমাদের বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টকে ডিসিপ্লিন বলা হয়। যেমনঃ অর্থনীতি ডিসিপ্লিন। অর্থনীতি ডিপার্টমেন্ট বলা হয়না

আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রক্টরকে বলা হয় ডিএসএ মানে ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। বাংলা অর্থ ছাত্র বিষয়ক পরিচালক।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো সরকারি বাস নেই( বিআরটিসি) । সমস্ত বাস বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিঞ্জান স্কুলের ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশের সমস্ত জায়গার মাটি সংরক্ষণ করা আছে।


Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions