Answered 2 years ago
ইনকাম করা এত সহজ না। সহজ ইনকাম বলতে কিছু নেই। আপনাকে অন্যের পকেট থেকে টাকা নিজের পকেটে নিয়ে আনার টেকনিকটাই হচ্ছে আপনার ইনকাম।
কেউ আপনাকে নিজ থেকে টাকা দিবে দুটি ক্ষেত্রে।
১. দান খয়রাত হিসেবে। আধ্যাত্মিক স্বার্থ এখানে জড়িত। এটাও এক ধরনের বিনিময়। আপনি দোয়া বিক্রি করছেন দান-খয়রাত নেয়ার বদলে।
২. কোনো সেবা বা পন্য সরবরাহের মাধ্যমে। এখানে নিজের চাহিদার স্বার্থেই আপনাকে একজন নিজ পকেট থেকে টাকা দিয়ে কোনো সার্ভিস বা পন্য কিনবে।
সুতরাং বুঝাই যাচ্ছে, ইনকাম মানেই হচ্ছে একজনকে কিছু দিয়ে নিজের জন্য কিছু নেয়া। লেনদেন যেখানে জড়িত সেখানেই ইনকাম হয়। দোয়া, আশির্বাদ কিংবা সার্ভিস বা প্রডাক্ট সব কিছুর বিনিময়ে কিছু নিলেই আপনার ইনকাম হবে।
এখন যদি আপনার কাছে বিক্রির কিছু না থাকে আপনি ইনকাম করবেন কিভাবে?
কিছু বিক্রি করতে হলে কিছু বানাতে হয় কিংবা কিছু সংগ্রহ করে তারপরে সেটা বিক্রির উপযোগী করে তুলতে হয়।
তাই ইনকাম করতে হলে আপনাকে সেরা পন্যটাই আরেকজনের সামনে তুলে ধরতে হবে। এই ক্ষেত্রেই অনেকে মার খায় বলেই ইনকাম করতে পারে না।
চাকরির ক্ষেত্রেও নিজের দক্ষতা যে পর্যায়ে কমে যাবে তখন আপনার বিদায়ের ঘন্টা বাজতে শুরু করবে।
জীবনে উপার্জন করাটা খুব কঠিন কাজ। যারা দেহ ব্যবসায় জড়িত তাদের ক্ষেত্রেও খুব কঠিন। মুখে ময়দা, ঠোটে রং মাখিয়ে অন্যকে নিজের কাছে টানতে হয়। তখন খদ্দের তার সাথে শোয়। এটা সবাই পারে না। যারা করতে পারে তারাই ইনকাম করতে পারে।
প্রতিটি ক্ষেত্রেই আপনাকে কষ্ট করেই ইনকাম করতে হয়। সহজে ইনকাম বলতে কিছু নেই। ইনকামের পথ অনেক আছে কিন্তু ইনকাম করার পথ একটাই। পরিশ্রম ও সাধনা।
imonrana publisher