আপনি আমাকে ২০টা পয়েন্ট বলবেন কি যার দ্বারা আমি বুঝবো যে আমি ম্যাচিউরড বা পরিপক্ক হয়েছি?

1 Answers   14.4 K

Answered 2 years ago

১. আপনি বেশি শুনছেন কম বলার চেষ্টা করছেন, তাহলে আপনি পরিপক্ক ।

২. আপনি বুঝতে পেরেছেন সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণে নেই, তাহলে আপনি পরিপক্ক ।

৩. আপনি যেকোন কাজকে অধিক গুরুত্ব সহকারে নেওয়া শুরু করেছেন, তাহলে আপনি পরিপক্ক ।

৪. আপনি যে পরিমান ব্যায় করছেন তার থেকে অধিক পরিমান সাশ্রয় করছেন, তাহলে আপনি পরিপক্ক ।

৫. আপনি অকপটে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহন করতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।

৬. আপনি পরিবর্তনকে সহজে মেনে নিতে শিখে গেছেন, তাহলে আপনি পরিপক্ক ।

৭. আপনি কারো ভুলে সমালোচনায় লিপ্ত না থেকে তার সাফল্যে আনন্দ খুজে পান, তাহলে আপনি পরিপক্ক ।

৮. আপনি নিজের জীবন নিয়ে অভিযোগ না করে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি পরিপক্ক ।

৯. নিজেকে অন্যের জায়গায় কল্পনা করে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।

    নিজেকে কীভাবে পরিপক্ব হিসেবে গড়ে তুলবেন তা জানতে পড়ে আসতে পারেন

    ম্যাচিউরিটি কী? ম্যাচিউর হওয়ার ১০ টি বাস্তবিক উপায় - অসামান্য

১০. কারো স্পর্শকাতর বিষয় নিয়ে হাসি-তামাশায় না মেতে তাকে পরিপূর্ণ সম্মান দেওয়ার চেষ্টা আপনি করেন, তাহলে আপনি পরিপক্ক ।

১১. নিজের সমস্যাগুলো একান্ত মনে করে নিজে তা মোকাবিলা করার দৃঢ় চেষ্টা আপনি করেন,তাহলে আপনি পরিপক্ক ।

১২. কারো বাহ্যিক অবস্থা দেখেই তাকে বিচার করার চেষ্টা বাদ দিয়ে তার সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে বিচার করার চেষ্টা করেন, তাহলে আপনি পরিপক্ক ।

১৩. কারো বাজে এবং কটু কথা শুনার পরেও হাসি মুখে তার কথার উত্তর আপনি দিতে পারেন, তাহলে আপনি পরিপক্ক ।

১৪. প্রতিশ্রুতি দিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েও প্রতিশ্রুতি ভঙ্গ আপনি করতে পারেন না, তাহলে আপনি পরিপক্ব।

Deb
deb05485
285 Points

Popular Questions