আপনার স্মার্টফোনের সবচেয়ে প্রিয় এপ্লিকেশন কোনটি ও কেন?

1 Answers   6 K

Answered 2 years ago

প্রথমেই ধন্যবাদ উওরের অনুরোধ করার জন্য। আসলে আমি ফোনের মধ্যে অনেক এ্যপ রাখলেও ব্যবহার করি খুব কম।

আমি জানি এতো এ্যপ রাখা উচিত না,এতে ফোন স্লো হয়। কিন্তু তারপরেও রাখি।

যাইহোক আমি যেমনটা বল্লাম খুব কম এ্যপই ব্যবহার করি। তবে এর মধ্যে সবচেয়ে বেশী ব্যবহার করি এমন ৩ টি এ্যপের ব্যাপরে বলবো। না ৫ টি আ্যাপের কথা বলবো। আসলে যে কোনো একটি আ্যপের কথা বলা সম্ভব না।

এবং আমার ফোনে ব্যবহৃত সবচেয়ে বেশী এ্যপ এই ৫ টি।।

১) কোরা বাংলা

এখন এইটার ব্যাপারে আর কি বলবো। সত্য বলতে কি এই আ্যপটি আমাকে সম্পূর্ণই পাল্টে দিয়েছে। আমার মনে হয় সকল জ্ঞান পিপাসু কোরামিত্রদের ও আমার মতো একই অবস্থা।

একদিন আমি কি যেনো একটা প্রশ্নের উওরের জন্য গুগল করি। স্কল করতে করতে দেখি কোরার একটা উওর। এবং আমি ক্লিক করার সাথে সাথেই এই যে কোরায় ঢুকছি। আর পিছনে ফিরে তাকাই নাই।

এখন আমার ফোনে সবচেয়ে বেশী ব্যবহৃত আ্যপের মতো কোরাকেই প্রথমে রাখবো। আমি প্রতিদিনি একবার না একবার কোরতে ঢুকাই লাগবে। আগে আমি ফেসবুকে লিখতাম, এবং ফেসবুকেই সময় কাটাইতাম।

এখন সেই জায়গাটাই কোরা দখল করে ফেলসে। আর ফেসবুক কি জিনিষ আর এর নেশা কতুটুকু তা তো ভালো করেই জানেন।

২) গুগল ক্রোম

এই আ্যপটির ব্যপারে বলার কিছুই নেই, জোস একটা ব্রাউজার, আমি আবার ইন্টারনেটে আসক্ত। না উল্টা পাল্টা কিছু না ভালো আসক্ত। আমার যেকোনো কিছু জানার হলে, যে কোনো কাজেই আমি এই আ্যপটি ব্যবহার করি। এটি যেমন সহজ এবং এর U.I ইন্টারফেসটাও অনেক ফেন্ডলী। এবং সবচেয়ে মজার জিনিষ হলো ডেস্কটপ মুড আর এখন তো নতুন করে নাইট মুডও চলে এসেছে। আর কি লাগে ভাই।

৩) IDM হম এটি একটি ডাউনলোড সওফট্যার, যারা আমাকে চিনেন, তারা জানেন যে আমি কতুটুকু পরিমাণ মুভি লাভার। আর তাই আমাকে প্রতিদিনি ৩/৪ টা করে মুভি ডাউনলোড করতে হয়। এছাড়াও অন্যন্য জিনিষ তো আছেই।

এই আ্যপটার সুবিধা হলো আপনি এই একটা আ্যপ দিয়েই সকল টর ফাইল এবং ড্রাইভার ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এটা ব্যবহার করাও সোজা আর এর ইন্টারফেস ও সার্ভিস ও দারুন।

আমার মতে এন্ডোয়েডের জন্য এর থেকে বেষ্ট আর কোনো ডাউনলোড ম্যানেজার হতেই পারে না। চাইলে ব্যবহার করে দেখতে পারেন।

লিংক : IDM+ Fastest download manager 11.5 Apk + MOD (Full) for Android

৪) টরেন্ট ভিলা

এটিমূলত একটি মুভি ডাউনলোড আ্যপ এবং এটা থেকে আপনি টরেন্ট এবং ডাইরেক্ট লিংকেও মুভি, ওয়েব সিরিজ ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে এটি ব্যবহার করে যেকেনো মুভি হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু ভাষাও ডাউনলোড করতে পারবেন।

বিশ্বাস হচ্ছে না, তাহলে দেখেন।

এছাড়াও এর মধ্যে সরাসরি দেখা সহ আরো অনেক কিছু আছে। ছোটবেলা একটা গাইড পড়ছেন না। একের ভিতর অনেক ওমন আর কি।

ব্যবহার করে দেখতে পারেন।

লিংক : TorrentVilla v3.02.1 [Mod] APK [Latest] | HostAPK

৫) VLC Player

এটি একটি ভিডিও প্লেয়ার আ্যপ, এখন অনেকে বলতে পারেন ভাই, জাতীয় আ্যপ Mx Player ব্যবহার না করে VLC কেনো ব্যবহার করেন।

দেখেন ভাই, আমিও এক সময় প্রচুর MX Playar ব্যবহার করতাম, কিন্তু ঝামেলা হলো যখন আমি MkV ফরম্যাটের মুভি দেখা শুরু করলাম। Mx প্লেয়ারে এই ফরম্যাট টা সাপোর্টি করে না। তাই বাধ্য হয়েও Mx প্লেয়ার ছাড়তে হলো।

তবে বর্তমানে নতুন আপডেট এসেছে, এখন আপনি চাইলে Mx Player দিয়েও MkV ফটম্যাটের মুভি দেখতে পারবেন।

যাইহোক এই হলো টপ ৫ আমার রেগুলার ইউস আ্যপ।। জানিনা আপনার উওর কতুটুকু দিতে পেরেছি। ভালো লাগলে জানেনি তো কি কি করতে হয়।

বিশেষ ধন্যবাদ প্রিয়ব্রত সাহাকে সম্পাদনা করতে সাহায্য করার জন্য।

ধন্যবাদ



Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions