আপনার শিক্ষা জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটি কেমন ছিলো? এখনো কি সেই আগের মতো আন্তরিক আছে?
12
0
1 Answers
2.3 K
0
Answered
2 years ago
পাশের বাড়ির একটি মেয়ে আমার সহপাঠী ছিল । এস এস সি পাশ করার আগে পর্যন্ত স্কুলে যাওয়া- আসা, নাচ গানে অংশ গ্রহন, সেমিনার এ অংশ গ্রহন, সবসময় একসাথে ই করেছি। প্রিয়,অপ্রিয় এসব ভাবিনি বা ভাববার প্রয়োজন পড়েনি। একসাথে চলাফেরা করাটা অবধারিত ছিল। রোজ সে আমাদের বাড়িতে এসে আমার বই পত্র , তার বইপত্রের উপর সাজিয়ে নিয়ে যেত। আমি খালি হাতে তার সাথে হেটে যেতাম। আমি চাইলে ও সে আমাকে আমার বইয়ের বোঝা বহন করতে দিত না। সে সময় আমাদের কারোরই কোন স্কুল ব্যাগ ছিল না। তবু কখনো সে একটি বই ও আমাকে বহন করতে দেয় নি।
স্কুল ছুটির পর দপ্তরির কাজ গুলো আমরা দুজনেই সারতাম। সব শেষে, একসাথে দুজন আমাদের বাড়িতে আসতাম। আমার বইপত্র আমার টেবিলে গুছিয়ে রেখে সে তাদের বাড়ি যেত। কখনো এর ব্যতিক্রম হয়নি।
এসএসসি পাস করে আমি কলেজে ভর্তি হলাম। সে বিয়ের পিঁড়িতে বসলো। তারপর দুরত্ব বাড়লো। দীর্ঘদিন পরে তার শশুর বাড়িতে গিয়ে দেখা করেছিলাম। কিন্তু আগের সেই মানুষটাকে পাইনি। সংসারের নানা কাজের মাঝে সময় নিয়ে সেবাযত্ন করেছে ঠিক, কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে।
এখন সে আমেরিকার কোন এক শহরে থাকে। সংগত কারনেই আর যোগাযোগ করিনি। সে ও কখনো খোঁজ নিয়েছে বলে শুনিনি।
srijon publisher