Answered 2 years ago
আমি স্কুল থেকেই অনেক ভালো স্টুডেন্ড ছিলাম। না ফার্স্ট সেকেন্ড হতাম না, কিন্তু ১০ এর ভিতরে রোল থাকতো। আমি ক্লাস ফাইভ, এইটে বৃত্তিও পেয়েছিলাম। ঐ যে সরকারি বৃত্তি পরীক্ষা হয়। SSC পেয়েছিলাম গোল্ডেন এ প্লাস। মধ্যবিত্ত পরিবারের ভালো স্টুডেন্ড। বাবা-মা, শিক্ষকদের অনেক স্বপ্ন। এই আমি HSC তে পাইলাম ৪.১০ সিজিপিএ। পুরাই ডাব্বা। আমার রেজাল্ট শুনে আমার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পরেছিলো সেইদিন। তারপর শুরু হলো ভর্তিযুদ্ধ। আমি সারা বাংলাদেশে পরীক্ষা দিলাম। কোথাও চান্স পাইলাম না।
তারপর ভর্তি হইলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ। সেসময় চিন্তা করলাম, না এইবার আর সময় নষ্ট করা যাবে না। ভালোমতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করলাম। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হলাম। মাস্টার্সে আরো ভালো রেজাল্ট করলাম। কম্পিউটার সায়েন্স ইজ অল এ্যাবাউট স্কিল। এখানে ভালো রেজাল্টের সাথে সাথে স্কিলও জরুরি। আমি ভার্সিটিতে থাকতে ৫-৬ ঘন্টা প্রোগ্রামিং করতাম রোজ।
এখন চাকরি-বাকরি করে জীবন ভালোই চলছে। পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছি। আমার অনেক ডাবল এ প্লাস পাওয়া বন্ধুরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুরা যারা সেই সময় আমার সাথে মিশতো না, তাদের থেকে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
riponahmed publisher