আপনার মোবাইলের কার্যকর কিছু অ্যাপ্লিকেশন (app)-এর নাম জানাবেন কি? অথবা প্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন-এর নাম বলবেন কি?

1 Answers   4.9 K

Answered 2 years ago

১) এডিটর হিসেবে রাখি -> Picsart, pixellab. Personal rating - 9/10> Picsart

২) dextop browser Extension. -> অনেক ব্রাউজারের সম্পূর্ণ কম্পিউটার ভার্সন দেখতে দরকার ও আমার জন্য বিশেষ করে খুব প্রয়োজন কারণ মোবাইল ক্রোমে সম্পূর্ণ ডেক্সটপ আনা যায় না৷

৩) আমিও Google Translation এর এপটি ব্যবহার করি মাঝে মাঝে পিডিএফ পড়তে লাগে। আর অনলাইন এ ক্রোমিই হয়৷

৪)ফোনে একটা জিক্যাম (TrCam) আছে, যদি ছবি তোলি আরকি তাই রাখা৷

৫) Google News -> সারাদিনের খবরটা এখানেই দেখা হয়, নির্বাচিত খবর!

৬) Adobe Drawer আছে, মাঝে মাঝে ক্যালিগ্রাফি বা আঁকতে মন চাইলে এস পেন নিয়ে গোতাই কিন্তু শেষমেষ পছন্দ হয় না বলে আবার মুছে দেই৷

৭) সবার ফোনে আছে এমন একটি গুরুত্বপূর্ণ এপ হচ্ছে নোটবুক৷ এটি আমি সর্বদা সাথে রাখি৷ যেকোনো কপি পেস্ট বা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে এর বিকল্প আপাতত দেখছি না৷ তবে যদিও বেকআপের জন্য গুগুল তকস ইউজ করা উচিৎ।

৮) QR code scanner

৯) Xodo Pdf

১০) Adobe Reader (এটার প্রো ভার্সনটা হলে উপরেরটা লাগে না৷)

১১) RAR ( সবারিই এটা দরকার)

১২) একটি কোরআন এপ, তাফসির ইবনে কাসির এপ ভার্সন৷

১৩) Kimemaster ( ভিডিও এডিটর)

১৪) Anwriter

১৫) AntiSocial ( এরা ভুলে গেসিলাম, এটা তো মাস্ট দরকার এই ফেসবুক কোরা ইউটিউব এর নেশা কাটাতে)

এটি সম্পূর্ণই আমার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এপ গুলো৷ এগুলো ছাড়া আমার হয়েই না৷ আসলে মানুষের প্রয়োজন অনুসারে তার ফোনে এপ রাখে৷ শেষে জানাতে ভুলবেননা আমার সাথে মিলে কোন এপটি আপনি ব্যবহার করেন!

Imon Rana
imonrana
477 Points

Popular Questions