আপনার মোবাইলের অ্যাপগুলো থেকে যদি উপযোগিতার দিক থেকে টপ-টেন (Top 10) তালিকা করতে বলা হয়, সেখানে কারা থাকবে?

1 Answers   8.1 K

Answered 2 years ago

  1. Chrome: যে কোন কিছু অনুসন্ধান & যে কোন ওয়েবসাইটে ঢুকার জন্য আমি সবসময় Chrome ব্যবহার করি। এটা ছাড়া আমার ফোন ব্যবহার প্রায় অসম্ভব।
  2. Gmail: মেইল পাঠানো সহ বিভিন্ন কাজে বর্তমান অন্যান্য মেইল গুলার থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে জিমেইল। মেইল সংক্রান্ত , বিভিন্ন একাউন্ট তৈরি সহ বিভিন্ন কাজে এটা আমার প্রতিদিনের ব্যবহারে থাকে।
  3. Play Store: Android মোবাইলে অ্যাপ ইন্সটল করার জন্য অন্যতম মাধ্যম হল এটি।
  4. YouTube : বিনোদন, যে কোন কিছু শেখা, জানার জন্যও আমার ব্যবহার তালিকায় রয়েছে YouTube.
  5. Google maps: বর্তমানে কোন ঠিকানা খোজা আর কোন স্থানে কিভাবে সেই চিন্তাকে অনেক সহজ করে দিয়েছে গুগোল ম্যাপ৷ এছাড়াও আমি এটির টাইমলাইন থেকে একটা নির্দিষ্ট তারিখে কোথায় অবস্থান করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সেটি ও জানতে পারি। তাছাড়াও এর মাধ্যমে যাত্রাকালে গাড়ির গতিবেগ কর ছিল সেটিও জানা সম্ভব।
  6. Google Translate: শব্দের মানে অন্য ভাষায় কি হবে তা জানার জন্য এটা অত্যান্ত দরকারী

  7. Messenger & WhatsApp : ম্যাসেজ পাঠানো, কিংবা কথা বলার জন্য & অন্যান্য যোগাযোগ আমি এই দুটি অ্যাপ বেশি ব্যবহার করি। এর মধ্যে WhatsApp এর সাহায্যে মোবাইল ফোন থেকেই বিভিন্ন pdf পাঠাতে পারি।

  8. Zoom: এই করোনাকালে লোকডাউনে জুমের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। ক্লাশ করার জন্য আমিও এখনো এটি ব্যবহার করি।
  9. Camscanner: যে কোন ছবি থেকে তা pdf বানাতে এটা কাজে লাগে।

  10. Quora:.এটা যে কেন দরকারী তা ব্যবহারকারীরা ভালোই জানেন। নিজের অনেক অজানা প্রশ্নের উত্তর এর মাধ্যমে জানতে পারি।

  11. Facebook: বন্ধুদের সাথে যোগাযোগ সহ দেশ বিদেশের সংবাদ & আপডেট ঘটনা আমি বেশিরভাগ সময়ে ফেসবুকের নিউজফিড থেকেই পাই।

  12. SoloLearn : HTML, CSS, C,C++, Java, Javascript, Python,SQL সহ বিভিন্ন ওয়েব ডিজাইনিং & প্রোগ্রামিং এর বেসিক বিনামূল্যে শেখার জন্য এটা একটা ভাল মাধ্যম।
Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions