Answered 2 years ago
আমার মা আজ আর এই পৃথিবীতে নেই। তার অনেক কথাই আমার মরমে মরমে গেথে আছে। সব থেকে ভালো এরকম বলতে পারছি না ।তবে আমার মায়ের এই কথাটা আমার কৈশোর জীবনে ভীষণভাবে দাগ কেটেছিল। মা বলেছিলেন, "যেটা ভালো লাগে সেটা করো না । যেটা উচিত বলে মনে হয় সেটাই করো "। মা বলেছিলেন, "ভালোলাগা পছন্দ নির্ভর আর উচিত হলো যুক্তি নির্ভর।"
asdre publisher