আপনার মায়ের মুখে শোনা সবথেকে ভালো কথা কোনটা?

1 Answers   3.2 K

Answered 2 years ago

আমার মা আজ আর এই পৃথিবীতে নেই। তার অনেক কথাই আমার মরমে মরমে গেথে আছে। সব থেকে ভালো এরকম বলতে পারছি না ।তবে আমার মায়ের এই কথাটা আমার কৈশোর জীবনে ভীষণভাবে দাগ কেটেছিল। মা বলেছিলেন, "যেটা ভালো লাগে সেটা করো না । যেটা উচিত বলে মনে হয় সেটাই করো "। মা বলেছিলেন, "ভালোলাগা পছন্দ নির্ভর আর উচিত হলো যুক্তি নির্ভর।"

Test User
asdre
176 Points

Popular Questions