আপনার মতে, দেশের শাসন ব্যবস্থা কি পরিবর্তন হওয়া দরকার?

1 Answers   8.9 K

Answered 2 years ago

অবশ্যই হওয়া উচিত । দেশে মার্শাল ল অর্থাৎ সামরিক শাসন প্রতিষ্ঠা করা উচিত । তাহলেই হয়তো দেশে শান্তি ফিরে আসবে । কারন সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করলে দেশের প্রতিটি মানুষ তাদের শাসন মেনে নিবে এবং মানুষ তাদের অনুগত থাকবে । আপনি ক্যান্টনমেন্ট এরিয়ায় গেলেই সেনাবাহিনীর মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন । যেখানে অন্যান্য জায়গায় ট্রাফিক পুলিশ নিজে দাড়িয়ে থেকেও জনগনকে ট্রাফিক রুলস মানাইতে পারেনা সেখানে ক্যান্টনমেন্টে প্রতিটি সিগনালে টাইম মিটার থাকে এবং এই মিটার দেখে মানুষজন ট্রাফিক রুলস ফলো করে । কতটা সুশৃঙ্খল একটা সিস্টেম । তাইলে চিন্তা করেন পুরা বাংলাদেশেই যদি এমন হইত তাইলে কি ভালোই না হইত ।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions