আপনার মতে কোন ব্যবসাটি কখনও বন্ধ হবে না? এবং কেন?

1 Answers   2.7 K

Answered 2 years ago

একটা উত্তর চাওয়া হয়েছে।।তেমনভাবে লিখতে গেলে বেশ কয়েকটা লিখতে হয়।প্রথম তিনটে দিলাম।


১) ধর্মব্যবসা - বিক্রি করার জন্য ভগবানের চেয়ে দামী কোনো জিনিস আছে বলে আমার জানা নেই।। হাজার বছর আগেও ছিলো, আছে এবং থাকবে যতদিন মানুষ আছে কারণ ঈশ্বর মানুষের তৈরি।।কুকুর বেড়াল,বাঘ সিংহের ঈশ্বরের দরকার পড়েনা।।


২) দেহব্যবসা - বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যবসা, কেনো বলা হয় জানিনা।।আদিম মানবরা কিভাবে এটা চালাতো সেটা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে কিন্তু থাকবে যতদিন মানুষ আছে।।ওপরের ব্যবসাটার মতোই পশুদের নেই শুধু মানুষের থাকে।।কুকুর সঙ্গী না পেলে বড়জোর কুই কুই করে।। পর্নহাব ও দেখতে পারেনা বেচারা।। মনুস্যেতর প্রাণী আফটার অল, মানুষের মত জীবশ্রেষ্ঠ তো নয়।।


৩) রাজনীতি - রাজার নীতি আফটার অল ভাই কথা হবে না।। রাজারাই বোঝে, তাই মানুষ আজও মঙ্গলে অভিযান চালালেও ইংল্যান্ডে রাজবংশ দন্ড(পড়ুন দ্বন্দ্ব) চালায়, পৃথিবীর বৃহত্তম গনতন্ত্রে একটা পরিবার ৫০+ বছর ধরে ছড়ি ঘোরায় আর যে দেশ কবির ভাষায় সকল দেশের সেরা সে দেশে ভাইপোরা গরু পাচার করে ভগবান শ্রীকৃষ্ণের গুষ্ঠি উদ্ধার করে।। এই নিয়ে ভাই আমাদের মত রাজরক্তহীন লোকদের কথা বলাও পাপ।। রাজনীতি ভাই লেভেল এর জিনিস, লেভেল এর আইকিউ ওয়ালা লোকেরাই পারে হ্যান্ডেল করতে, হু হু বাবা কথা হবে না..


Ashik Afsar
ashikafser
391 Points

Popular Questions