আপনার মতামত কী? বিয়ের পাত্র/পাত্রী খুঁজতে অনলাইন সাইট গুলো কতটা উপকারী?

1 Answers   10.6 K

Answered 2 years ago

বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজতে অনলাইন সাইটগুলো অনেক উপকারি। এক আপনার সময় বাঁচিয়ে দিচ্ছে অনেকখানি সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাত্র পাত্রী খুঁজতে পারছেন। সেই সাথে কথা বলে বা সরাসরি যোগাযোগ করে পছন্দের পাত্র পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। সব মিলিয়ে মন মতো মিলে গেলে ফ্যামিলিতে জানিয়ে ধুম করে বিয়ে করে ফেলা যায়। আর এরেঞ্জড ম্যারেজের প্রচলিত বিবাহ পদ্ধতি পুরো ফ্যামিলির জন্যই আমার মতে, যন্ত্রণা দায়ক।

পাত্রী পছন্দ হয় ত ফ্যামিলি পছন্দ হয় না, অথবা শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, গায়ের রঙ, পাত্রের চাকরি, কনেপক্ষের পছন্দ হয়ত ,বর পক্ষের হয় না আবার মেয়েকে বিয়ের পর চাকরি করতে দেবেন কিনা আরো কত কিছু। দলবল নিয়ে এক এক করে পাত্রী দেখে দেখে প্রত্যাখান করা যেমন পাত্রী পক্ষের জন্য অপমান জনক, পাত্রের জন্যও।

এর চেয়ে অনলাইন ম্যাট্রিমনি কি ভাল নয় ? আপনাকে ফিল্টার করে ঠিক ঠিক আপনার পছন্দ মত পাত্র পাত্রীর খোঁজ দিতে অনলাইন ম্যারেজ সাইটের

কিন্তু জুড়ি নেই। যে কিনা আপনাদের আপোসে যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে যাতে সহজেই আপনারা একে অপরের সম্পর্কে জানতে পারছেন ? পছন্দ না হলে আবার খুজছেন মনের মত কাউকে। এখানে খোজার সুযোগ ফুরিয়ে যাচ্ছে না, দেখা করে কথা বলে তথ্যের সত্যতা জেনে নেয়ার সুযোগ ও থাকছে অফুরন্ত। (পছন্দ মত কাউকে পেয়ে গেলে কিন্তু আর বেশি খুজবেন না :) । আটঘাট বেধে নেমে পড়ুন বিয়ের জোগাড়ে)

আপনার উচিৎ নিজের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য ম্যারেজ সাইটে একাউন্ট খুলে ফেলা এবং আপনার প্রোফাইল ই যেন বলে দেয় আপনি সত্যিই বিয়ের জন্য পাত্র/পাত্রী খুঁজছেন এবং আপনার বর্তমান বৈবাহিক অবস্থা কি (বিবাহিত/অবিবাহিত/ডিভোর্সি ) । বিয়েটা.কম পৃথিবীর যে কোন প্রান্তে বসবাসরত বাংলাদেশী পাত্র পাত্রীদের জন্য উন্মুক্ত এবং আর বিয়েটা তে কোন রেজিস্ট্রেশান ফি ছাড়াই একাউন্ট ওপেন করা যায়। আপনি চাইলে বিয়েটা.কম এ আপনার প্রোফাইল খুলতে পারেন। আর উনারা পাত্র পাত্রীর তথ্যের প্রাইভেসি নিয়ে অনেক সতর্কতা অবলম্বন করেন। কেউ চাইলেই আপনার প্রোফাইল বা আপনার তথ্য দেখতে পারবেন না যতটুকু আপনি অনুমতি দেন তত টুকু ছাড়া। বিয়েটা আমার মতে একটা আদর্শ বাংলাদেশী ম্যারেজ সাইট।

যাই হোক, বুঝতেই পারছেন, আমি অনলাইন সাইট গুলোর পক্ষেই কথা বলছি, আর তার পেছনে যথেষ্ট যুক্তিও রয়েছে।

তবে ম্যাট্রিমনিয়াল সাইটের সুবিধা এবং অসুবিধা
ব্লগটি পড়ে দেখতে পারেন, এটি আপনাকে সুবিধা অসুবিধা দুটো সম্পর্কেই অবগত করবে।

Nasrin Nahar
nasrinnahar
316 Points

Popular Questions