আপনার ব্যবহার করা বা দেখা সবচেয়ে কঠিন বা দুর্ভেদ্য পাসওয়ার্ড কী ছিল?

1 Answers   10.4 K

Answered 2 years ago

আমি পাসওয়ার্ড নিয়ে প্রায়ই মজা করতাম। বিশেষ করে বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে। মানুষকে confuse করার জন্য উল্টাপাল্টা সব পাসওয়ার্ড সেট করতাম। যেমন- একবার পাসওয়ার্ড সেট করেছিলাম - idontknow

এর ফলে, বাসায় নতুন কেউ আসলে যখন পাসওয়ার্ড চাইতো, তখন বলতাম - i dont know হা হা।

আরেকবার সেট করেছিলাম 335555777777. তখন কেউ জিজ্ঞেস করলে বলতাম- two three four five six seven.

তারা কানেক্ট করতে না পেরে মনক্ষুণ্ন হলে আমার কি কিছু করার আছে বলুন? আমি কি পাসওয়ার্ড ভুল বলেছি?

যাই হোক। কঠিন পাসওয়ার্ড বলতে গেলে সেই পাসওয়ার্ডকে বোঝায় যা আপনি মনে রাখতে পারবেন না। ছোটহাতের অক্ষর, বড়হাতের অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন এবং দীর্ঘ এগুলোর সন্নিবেশের পাসওয়ার্ড বেশ কঠিন। আমি কোনো পাসওয়ার্ড মনে রাখি না। কারণ আমি KeePass নামের একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করি। এর ফলে শুধু একটি মাস্টার পাসওয়ার্ড মনে রাখা ছাড়া আমার আর কিছুই মনে রাখতে হয় না। এটি ব্যবহার করে আপনি বেশ কঠিন কঠিন পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। যেমন- আমার ফেসবুকের পাসওয়ার্ড হলোঃ 1*sJ#_Q0oI_59@9D বেশ কঠিন তাই না?

বিঃদ্রঃ এই পাসওয়ার্ড এখন আর কাজ করবে না। আপনাদের সাথে শেয়ার করার আগেই আমি এটি পরিবর্তন করে নিয়েছি।


Full Khatun
fullkhatun
231 Points

Popular Questions