আপনার ফোনের কোন দুর্দান্ত অ্যাপ্লিকেশানগুলো আপনাকে দৈনন্দিন জীবনে সাহায্য করে?

1 Answers   12.9 K

Answered 2 years ago

ভুলে চশমা ফেলে রেখে বাইরে চলে গেলেও চলাফেরা করা যায়, কিন্তু ফোন ফেলে রেখে গেলে চলা মুশকিল। আমার সবচেয়ে বেশি কাজে লাগে যে এপ/ সার্ভিস গুলোঃ


গুগল ম্যাপ: নতুন/ পুরাতন যেকোন জায়গায় গেলে গুগল ম্যাপ খুব কাজে লাগে। নতুন যায়গায় গেলে কাউকে ডেকে ডেকে ঠিকানা জিজ্ঞেস করা বিরক্তিকর। গুগল ম্যাপকে জিজ্ঞেস করলেই এটিএম বুথ থেকে শুরু করে যেকোন ঠিকানা নিখুঁতভাবে দেখিয়ে দেয়।

উবার: সিএনজি ওয়ালারা যখন ২০০ টাকার ভাড়া ৫০০ টাকা চেয়ে পার্ট নিয়ে বসে থাকে, তখন তাদের নাকের ডগা দিয়ে ২২০ টাকায় উবার কল করতে একটা পাশবিক আনন্দ পাই! আর জ্যাম উপেক্ষা করে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছাতে চাইলে উবার মোটো তো আছে ই।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকিং এপ: ব্যাংকিং এত সহজ! হাতের মুঠোয় ব্যাংক। শুধু ক্যাশ আউট করা ছাড়া যেকোন কাজ ই চলে!

মাই এয়ারটেল: ফোন রিচার্জ, ব্যালেন্স চেক, বান্ডল প্যাকেজ কেনা এই কাজগুলো খুব সহজ করে দিয়েছে।

MI রিমোট: রুমে রুমে আলাদা রিমোট রাখার কোন প্রয়োজন নেই। রিমোট হারিয়ে গেলে বা ব্যাটারি শেষ হয়ে গেলেও কোন ব্যাপার না। নতুন কারো বাসায় ড্রয়িং রুমে বসে বসে বিরক্ত? প্যানপ্যানানি হিন্দি সিরিয়াল চালু করা, রিমোট আশেপাশে দেখা যাচ্ছে না। তখন MI রিমোটই ভরসা।

মুন+ রিডার: ফোনে ইবুক পড়ার জন্য এরচেয়ে ভাল কোন এপ এখনও জন্ম নেয় নি।

ক্যামস্ক্যানার: আপনার ফোনের ক্যামেরা কতটা বাজে, সেটা কোন ব্যাপার না। ক্যামস্ক্যানার খুব নিখুঁত ঝকঝকে স্ক্যান করে দিবে।

আউটলুক: মেইলের জন্য এমনিতে জিমেইল এপটাই সবচেয়ে ভাল। কিন্তু অফিসের Office365 মেইলের জন্য আউটলুক এপ লাগবেই।

ঢাকা হুইলস: আমি সবকিছু খুব দ্রুত ভুলে যাই। কোথায় যাওয়ার জন্য কোন বাসে উঠতে হবে - মনে রাখার কোন প্রয়োজন নেই। গুগল ম্যাপের পাশাপাশি এই এপটাও চলার পথের সঙ্গী।

কোরা: কোরার ডেস্কটপ ভার্সনের চেয়ে মোবাইল এপটাই বেশি ব্যবহার উপযোগী মনে হয়।


Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions