আপনার প্রিয় ক্রোম এক্সটেনশন কোনগুলি?

1 Answers   4.8 K

Answered 2 years ago

আমি যে কোন কাজ মজিলা তে করতেই বেশি পছন্দ করি। তবে স্পেশাল কিছু স্ক্রিপ্ট ক্রোম ছাড়া রান করেনা, তাই ক্রোম ও রাখতে হয় দ্বিতীয় অপশন হিসেবে। ক্রোমে যেসব প্লাগিন ব্যবহার করি তাহ হলো -


Adblock Plus - বিভিন্ন বিজ্ঞাপন ব্লক করি

Checker Plus for Gmail™ - জিমেইল চেক করি

LastPass: Free Password Manager - আমার জীবনের অন্ততঃ ৪-৫ বছর বাঁচিয়ে দিয়েছে বা দিবে। এত পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না। এটা সহজ করে দিয়েছে।

Absolute Enable Right Click & Copy - অনেক সময় ই সামহোয়ার ইন থেকে লিখা কপি করতে প্রয়োজন পড়তো। এটা দিয়ে কপি প্রটেক্টেড সাইট এর কপি এনাবল করা যায়।

Extensity - সব এক্সটেনশান কে এক ক্লিকে ম্যানেজ করা যায়।


Telha Setu
talhasetu
359 Points

Popular Questions