আপনার প্রিয় ওপেন সোর্স অ্যাপ্লিকেশন কোনগুলি, যা আপনি সবসময় আপনার পিসিতে রাখেন?

1 Answers   4.4 K

Answered 2 years ago

মুক্ত সফটওয়্যার আন্দোলনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা থাকলেও আমি কম্পিউটার মূলত ব্যবহার করি কাজ এবং বিনোদনের জন্য। যে সফটওয়্যার আমার দরকার সবদিক মিলিয়ে সবচাইতে ভালোভাবে মেটায় আমি সেটাই ব্যবহার করি। সেটা মুক্ত সোর্স নাকি বন্ধ সোর্স সেটা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। উল্লেখ্য যে আমি ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ব্যক্তিগত কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ব্যবহার করেছি। যখন বাড়িতে ইন্টারনেট ছিলোনা বা খুব ধীর গতির ছিলো তখনো Keryx[1] দিয়ে সফটওয়্যার ইন্সটল এবং হালনাগাদ করে কাজ চালিয়েছি।

২০১৬ নাগাদ আমার পুরোনো কম্পিউটার সাহেব পরলোকগত হওয়ার পরে আসলে উবুন্টুর সাথে আমার বিচ্ছেদ ঘটে। নতুন কেনা কম্পিউটার খানা লাইসেন্স দেয়া উইন্ডোজের সাথে আসায় আমি আর উবুন্টুতে ফেরত যাইনি। তবে এখনো আমি বেশ কয়েকটি মুক্ত সোর্স সফটওয়্যার নিয়মিত ব্যবহার করি।

১. মজিলা ফায়ারফক্সঃ আমার পছন্দের ব্রাউজার। এর ডিজাইন, নিরাপত্তা, গতি, অ্যাড-অন সবই আমার ভালো লাগে। একমাত্র জি-স্যুইট ব্যবহার করার সময় আমি গুগল ক্রোম খুলি। তবে ফোনে কেন যেন ফায়ারফক্স ইন্সটল করা হয়নি। সেখানেও ক্রোম। আমি অবশ্য ফোন থেকে ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করিনা।

২. আর+আর স্টুডিওঃ [2] পরিসংখ্যান সংক্রান্ত কাজের জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়ার এনভায়রমেন্ট। বিশ্ববিদ্যালয় জীবনে শিখেছিলাম। স্প্রেডশীট ভালো লাগেনা দেখে এটাতেই বেশিরভাগ কাজ সারি।

৩. পাইথন+অ্যনাকোন্ডা+জুপিটার নোটবুকঃ [3]বেশ মজার জিনিস। পাইথনের জনপ্রিয়তা বাড়ার কারণে এগুলো মাঝেমধ্যে ব্যবহার করি (করতে হয়)। ভালোভাবে শেখার চেষ্টা চালাচ্ছি।

৪. ভিএলসি মিডিয়া প্লেয়ারঃ আমার পছন্দের মিডিয়া প্লেয়ার। বলতে গেলে সব ধরণের মিডিয়া ফাইলই চলে। এ যুগের কঁচিকাঁচারা হয়তো এর এই বহুমুখী মিডিয়া ফাইল চালানোর ক্ষমতা আমাদের জন্য কতোটা দরকারি ছিলো সেটা বুঝবেনা।

৫. কিপাসএক্সঃ[4] এটা একটা পাসওয়ার্ড ম্যানেজার। আমার স্মৃতিশক্তি দুর্বল।

৬. গিটঃ[5] গিট একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। অলস সময়ে করা হাবিজাবি কাজকর্ম মাঝেমধ্যে আমি গিটহাবে তুলে রাখি।

Rafi Rayhan
rafirayhan
540 Points

Popular Questions