Answered 2 years ago
App Name: Mozaik3D - Animations, Quizzes and Games.
mozaik3D - Animations, Quizzes and Games - Apps on Google Play
নিঃসন্দেহে এত চমৎকার একটি এপ এর ডাউনলোড শুধুমাত্র ৫০০k+ ডাউনলোড। এত চমৎকার একটি এপ এর ডাউনলোড এত কম দেখেই বলে ফেলা যায় অধিকাংশ লোকই এটা দেখেনি।
বলতে গেলে স্কুলে থাকাকালীন আমরা জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোর শুধুমাত্র বইয়ের ইমেজ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সর্বোচ্চ যদি টিচাররা আমাদের প্রোজেক্টরে দেখাতেন কোনো মডিউল। সেই সুবিধাটাও কিন্তু সবাই পেতো না।
এই এপটির জাদুকরী ক্ষমতায় আসি এবার। এই এপটি শিক্ষার ক্ষেত্রে জাস্ট বুম। কারণ এখানে ত্রিমাত্রিক বা 3D এনিমেশন এবং ইমেজের মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো বিষয় সম্পর্কে নিখুঁত জ্ঞান অর্জন করতে পারবেন।
শিক্ষার কিন্তু কোনো বয়স নেই। তাই স্কুল লাইফে এই সুবিধা উপভোগ না পারলেও এখন এই সুবিধাটিকে কাজে লাগিয়ে আমি শেখার চেষ্টা করে চলেছি।
humayonahmed publisher