আপনার নিজের চোখে দেখা সবচেয়ে সবজান্তা মানুষ কে? আপনি তার সাথে কিরকম আচরণ করতেন বা করেন?

1 Answers   1.5 K

Answered 2 years ago

আমার নিজের চোখে দেখা সবচেয়ে সবজান্তা মানুষ ছিলেন, আমার "জ্ঞান-জেঠু !! " পেশায় 'হাতুড়ি-চিকিৎসক',গ্রাম্য-ডাক্তার।নেশা ছিলো গান-বাজনা করা কিন্তু দিশা দেখাতেন উদ্ভাবকের, নতুন কিছুর আবিষ্কার করা ছিলো, সর্বক্ষণের ধ্যান-জ্ঞান।

জ্ঞান-জেঠু নিজের প্রয়োজনীয় সবধরনের কাজ নিজেই করতেন বা কমপক্ষে করতে পারতেন।রেডিও, ঘড়ি, সাইকেল মেরামত করতে পারতেন এবং পারিশ্রমিকের বিভিন্ন ধরনের পরিসেবা প্রদান করতেন।

জ্ঞান-জেঠুর বিশেষত্ব ছিলো ★ক্রিয়াশীল ★সৃজনশীল★ উদ্ভাবক।

উদ্ভাবক জ্ঞান-জেঠু !! বাংলাদেশ স্বাধীন হবার আগে আমাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিলো না তো শিশু আমি দেখেছিলাম, চারপাশে সবাই যখন গরমে তালপাতার তৈরি হাতপাখার হাওয়া খেতো তখন উনি মাথার উপরে পা-পাখার হাওয়া খেতেন।

পা-পাখা কি এবং কেমন ছিলো?ফিতে দেওয়া সেলাই-মেসিনের পাদানিতে ফিতে লাগিয়ে মাথার উপরে একটি ছোট ব্যাটারিচালিত ফ্যানের-ব্লেডের জুড়ে দিয়েছিলেন।সেলাই-মেসিনের পাদানি উপর-নীচ করে যেমন সেলাই করা যায় তেমনি পাদানি উপর-নীচ করে মাথার উপরে ফ্যানের ব্লেড ঘুরিয়ে, গরমকালে হাতে কাজ করতেন আর পা-চালিয়ে হাওয়া খেতেন।

আমার জ্ঞান-জেঠু প্রকৃতপক্ষে একজন স্বয়ংক্রিয় জ্ঞানভাণ্ডার ছিলেন। তাঁর শব্দ-ছক বা শব্দ-জব্দের সমাধান খোঁজার নেশার পাশাপাশি যে-কোন ধরনের পাজেল খেলতে ভালোবাসতেন।

Afroja Sultana
afrojasultana
328 Points

Popular Questions