আপনার দেখা সেরা মুভি কোনটি এবং কেন?

1 Answers   12.5 K

Answered 2 years ago

আমি অনেক মুভি দেখেছি। আইএমডিবি টপ লিস্টের প্রায় সকল মুভিই দেখেছি। কিন্ত আমার দেখা সেরা মুভিটি আইএমডিবি টপ ২৫০ এর মধ্যেও নেই!

মুভিটির নাম হচ্ছে PERFUME: THE STORY OF A MURDERER

এর আইএমডিবি রেটিং হচ্ছেঃ 7.5/10

এটা আমার দেখা সেরা মুভি হওয়ার কারন হচ্ছে এই শুরু হওয়ার ১ সেকেন্ড হতে ২ ঘন্টা ২৩ মিনিট পর্যন্ত পুরো সময়ের এক ন্যানো সেকেন্ডও আমার মন অন্য কোথাও যায়নি। এক কথায় এটা একটা বিশুদ্ধ এবং পারফেক্ট মুভি! এর চেয়ে বিশুদ্ধ মুভি আমি কখনো দেখিনি। যে মুভির প্রত্যেক্টা সেকেন্ড মস্তিষ্কে একটা ছাপ ফেলে সেটা অবশ্যই আমার দেখা সবচেয়ে সেরা হতে পারে।

Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions