আপনার দেখা সেরা ভন্ডামির দৃষ্টান্ত কোনটি?

1 Answers   13.1 K

Answered 2 years ago

দিন দিন দেশীয় মোবাইল ব্যাংকিং সেবাগুলো যেনো ধাপিয়ে বেড়াচ্ছে যার মধ্যে বিকাশ নিয়েই বলি-যেখানে দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাগুলো হাজারে ১৫ টাকা কিংবা এর থেকেও কমে সার্ভিস দিচ্ছে সেখানে বিকাশ তার প্রিয় নম্বরের ভাঁওতাবাজি দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে, যেখানে আগে অ্যাপ থেকে ক্যাশ আউট করতে খরচ হতে ১৭.৫০ পয়সা আর এখন খরচ হয় ১৮.৫০ পয়সা প্রিয় এজেন্ট বাদে,তাদের ধারাভাষ্য মতে প্রিয় ওই একটি এজেন্টকে কাঁধে নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে হবে কি জানি কখন দরকার পড়ে যায়,প্রিয় নম্বর এটা সম্পুর্ন একটা ভাঁওতাবাজি ছাড়া কিছুই না,তারা রাস্তায় বিজ্ঞাপন লাগাচ্ছে খরচ কমলো ১৪.৯০ পয়সা বড় অক্ষরে লিখে কিন্তু শর্তের কথা লিখলো যা কিনা দুরবিন দিয়ে দেখা লাগবে, সেন্ডমানির কথা নাও বললাম

Jakir Rana
jakirrana
379 Points

Popular Questions