আপনার দেখা সেরা কিছু চলচ্চিত্রের নাম শেয়ার করবেন কি?

1 Answers   6.7 K

Answered 2 years ago

কিছু ভাল চলচিত্র এবং ভাল বই পারবে আপনার জীবনের গতানুগতিক ধারাকে পুরো পাল্টে দিতে। যা নিয়ে কোনোদিন ভাবায় নি, বাধ্য করবে তা নিয়েও ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে৷

ভাল লাগাবে প্রেম না করেও প্রেমের অনুভূতি, হয়ে যেতে ইচ্ছে করবে সেই চরিত্রের মত বাঁধন ছাড়া প্রেমিক অথবা প্রেমিকা। ভূত না দেখেও ভয়ের অনুভূতি, বই পড়া থামিয়ে দিয়ে কিংবা সিনেমটা একটু pause দিয়ে মাথা উঁচু করে ঘরের আশপাশটা এক পলক চোখ বুলিয়ে নেওয়া, ভূত নেই তো আবার এখানে! আছে যুদ্ধের বিভৎস যন্ত্রণা, জীবন নিয়ে বেঁচে থাকার মাহাত্ম্য অথবা রহস্যের টানে কাহিনির শেষটুক অবদি চলে যাওয়া তাও করতে না পারা সমাধান!

ভাল চলচিত্রের তালিকা দিয়ে শেষ করা যাবে না৷ তাই আমি এমন কিছু সিনেমার নাম বলব যেগুলো নামীদামী বহু সিনেমার আড়ালে ঢেকে গিয়েছে অথচ যাদের কাহিনী, এডিটিং সব কিছুই ছিল দেখার মত।

১। Mulholland Drive

গল্পের শুরুটা অতি সাধারণ এবং ভাল লাগা যতই বাড়তে থাকবে হঠাৎ কাহিনী ১৮০° ঘুরে গিয়ে ভাল লাগাটা এক্সপোনেনসিয়ালি ডিক্রিজ করবে! শেষটা এতটা depressing ছিল যে সিনেমা দেখা শেষ হবার পর ইচ্ছে হচ্ছিল Story-writerকে কতগুলো গালি দিয়ে নিই। আর মজার বিষয় হচ্ছে কাহিনীকার বা Story-writer দের সার্থকতা ঠিক এখানেই।

২। Mucize (The Miracle)

এটি Turkish সিনেমা যাতে ফুটে উঠেছে গ্রামীণ মানুষদের সাবলিল জীবন এবং কিভাবে শিক্ষার আলো ও ভালবাসা পারে মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে। সিনেমার একটি dialogue ছিল এরকম, "কিছু মানুষ আছে যারা পুরো বিশ্বকে তাদের মন দিয়ে দেখে, চোখ দিয়ে নয়।"

৩। Lust, Caution

এটি যদিও একটু প্রাপ্তবয়ষ্কদের জন্য দেখাই ভাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এক মেয়ের অনুভূতির যুদ্ধ। সাথে অবর্ণনীয় suffering ও sacrifice।

৪। TENET

কমপক্ষে ১০-১৫ বারের ওপর মুভিটা দেখে শেষমেশ খাতায় ছক এঁকে এঁকে পুরোটা কাহিনী বুঝেছি। ভাগ্যিস Engineering পড়ছি আর Physics এ রেজাল্ট ভাল ছিল, নয়তো মাথার চুল ছিড়তে হত!

Niloy Shek
niloyshek
330 Points

Popular Questions