Answered 2 years ago
১।Jana Gana Mana:আমার দেখা জীবনের সবচেয়ে সেরা সিনেমার তালিকায় অন্যতম হয়ে থাকবে সিনেমাটি।পৃথ্বিরাজের সেরা Performance এই মুভিতেই।
ভারতে এক নারী বেশ রাতে কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন।কোনো রিক্সা বা অটো না পাওয়ায় তাকে কিছু ছেলে লিফট দিতে এগিয়ে আসে।কিন্তু পরদিন মেয়েটির পোড়া লাশ পাওয়া যায়।
পুলিশ অভিযুক্ত ছেলে ৪ জনকে এনকাউন্টার করে মেরে ফেলে,পুলিশের দাবী ছেলেগুলো পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করাতে এই এনকাউন্টার।
আপনার কাছে প্রশ্ন,পুলিশ কি ঠিক কাজ করেছে?
আপনি বলবেন হ্যাঁ।
এবং আপনার জন্যই Jana Gana Mana মুভি।মুভিটা দেখে প্রথমে মনে হয়েছে এটা বাস্তব ঘটনার উপর নির্মিত,কিন্তু পরে দেখি না কাল্পনিক।
মুভিটা আপনার Belief-কে জোরে ধাক্কা দিবে।মুভিতে আমার প্রিয় ডায়লগ—Instant Coffee,Instant Justice.
এর সমতুল্য আরেকটা কোর্ট রুম ড্রামা সাজেস্ট করছি,যদিও এটা তামিল মুভি,মালায়লাম নয়।না Jai Bhim না Gargi👇
fensinahar publisher